১৯ বছর পর ফিরছেন তিনি
হালকা রঙের সুন্দর চোখের মায়াবিনী অভিনেত্রী মন্দাকিনী। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘রাম তেরি গঙ্গা মাইলি’ ছবিতে অভিনয় করে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন মন্দাকিনী। কিন্তু বলিউডে সফল ক্যারিয়ার গড়তে পারেননি তিনি। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সখ্যকেই বলিউডে মন্দাকিনীর ক্যারিয়ারের ভরাডুবির কারণ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ ১৯ বছর পর আবার পর্দায় ফিরছেন মন্দাকিনী।
দীর্ঘ সময় ধরে গ্ল্যামার দুনিয়া থেকে একদম দূরে দিন কাটাচ্ছেন মন্দাকিনী। লোকচক্ষুর আড়ালে জীবন কাটাচ্ছেন তিনি। বলা হয়, রাজ কাপুরের সেরা আবিষ্কারগুলোর মধ্যে একজন মন্দাকিনী। আবার তাঁর প্রত্যাবর্তন নিয়ে বলিউডে নানান রব। তবে শুধু বড় পর্দায় নয়, এমনকি ছোট পর্দাতেও আসার কথা ভাবছেন বলিউডের এই সাবেক নায়িকা। ডিজিটাল আঙিনায় ভালো কোনো সুযোগ পেলেও তিনি অভিনয় করতে রাজি।
মন্দাকিনী তাঁর অভিনয়–সফর আবার নতুন করে শুরু করতে চান। এক শীর্ষস্থানীয় ওয়েবসাইটকে এই বলিউড অভিনেত্রীর ব্যবস্থাপক বাবুভাই থিবা জানিয়েছেন তাঁর এই দ্বিতীয় ইনিংসের কথা।
জানা গেছে, মন্দাকিনীর কাছে বেশ কিছু ছবির প্রস্তাব আছে। আর তিনি এখন চিত্রনাট্য নির্বাচনের কাজে ব্যস্ত। সাবেক এই নায়িকা চাইছেন এক দুর্দান্ত প্রত্যাবর্তন। তাই তিনি জোরালো কোনো চরিত্রের সন্ধানে আছেন। সিনেমার পাশাপাশি মন্দাকিনী ওয়েব সিরিজের জন্যও প্রস্তুত। ব্যবস্থাপক বাবুভাই জানিয়েছেন যে এই বলিউড তারকা মোটেও সিনেমার জগতে ফিরে আসার কথা ভাবেননি। কিন্তু কলকাতার এক দুর্গাপূজার সময় মন্দাকিনীর জনপ্রিয়তা স্বচক্ষে দেখেছিলেন বাবুভাই।
আর তখন তিনি মন্দাকিনীকে আবার ফিল্মি জগতে পা রাখার পরামর্শ দেন। তিনি রাজিও হয়েছেন।
মন্দাকিনী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় আসতেন। তাঁকে ঘিরে আজও নানান খবর বিটাউনে উড়ে বেড়ায়। কারও কথায় তিনি ওষুধের ব্যবসায় জড়িত। আবার কারোর কথায় এই বলিউড তারকা তিব্বতে যোগা শেখান। এ–ও খবর আছে যে মন্দাকিনী কোনো বৌদ্ধ চিকিৎসককে বিয়ে করেছেন। তিনি দালাই লামার অনুসারী বলে জানা গেছে।
মন্দাকিনীর সঙ্গে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের সম্পর্কের কথা নিয়ে একসময় সারা দুনিয়ায় ঝড় বয়েছিল। দাউদের সঙ্গে সম্পর্কের কারণে নিজের ভাবমূর্তি খারাপ করে ফেলেছিলেন এই নায়িকা।
ক্যারিয়ারের প্রথম ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’তে মন্দাকিনীকে সাহসী হতে দেখা গিয়েছিল। আর তখন থেকেই তাঁকে নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। একাধিক হিন্দি সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। বাংলা ছবিতেও মন্দাকিনী অভিনয় করেছেন।