‘দান করে যাঁরা নিউজ চান না, তাঁরাই সেরা’

হলিউড থেকে বলিউডের বড় পর্দায় যাঁরা নাম লিখিয়েছেন, সেই ছোট তালিকায় নাম উঠিয়েছেন হুমা কুরেশি। ‘জাস্টিস লিগ’, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’, ‘ম্যান অব স্টিল’, ‘ওন্ডার ওম্যান’খ্যাত হলিউড পরিচালক জ্যাক স্নাইডার্সের পরের ছবি ‘আর্মি অব দ্য ডেড’। সেখানেই ‘গীতা’ চরিত্রে অভিনয় করেছেন হুমা।

হুমা কুরেশী
ইনস্টাগ্রাম

আরও বেশ কিছু সুখবর দিয়েছেন হুমা। সেভ দ্য চিলড্রেন–এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এরই অংশ হিসেবে করোনায় আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার জন্য তহবিল গড়ে টাকা তুলেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত হুমা।

হুমা কুরেশী
ইনস্টাগ্রাম

হুমা যে পরিমাণ অর্থ সংগ্রহের জন্য তহবিল খুলেছেন, তার চেয়ে ঢের বেশি জমা হয়েছে সেই তহবিলে। সে জন্য সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে হুমা বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির অনেককেই মেসেজ দিয়েছি। আমার করোনা তহবিলে সাধ্যমতো অর্থ দিতে বলেছি। তাঁদের ভেতর অনেকেই সেই বার্তার উত্তর দেননি। যাঁরা উত্তর দেননি, তাঁদের অনেকেই ঠিকই আমার তহবিলে বড় বড় অঙ্কের অর্থ দিয়েছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেকে আছেন, যাঁরা মহামারিকালে প্রচুর অর্থ দিয়েছেন। অথচ দান করে নিজের বিজ্ঞাপন করেননি, নিউজ চাননি, কেবল দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন। আর এটা জেনে আমি খুবই অবাক আর খুশি হয়েছি।’

হুমা কুরেশী
ইনস্টাগ্রাম

হুমা আরও জানিয়েছেন, বার্তার জবাব না পেয়ে তিনি ভেবেছিলেন, তাঁরা সাড়া দেননি। পরে জেনেছেন, তাঁদের অনেকেই বড় বড় অঙ্কের অর্থ দিয়েছেন। কিন্তু তা নিয়ে কোনো আওয়াজ করেননি। ৩৪ বছর বয়সী ‘এক থি ডায়ান’, ‘বদলাপুর’, ‘জলি এল এল বি টু’খ্যাত অভিনেত্রী আরও বলেন, ‘আমি তাঁদের নাম বলতে চাই না। কারণ, তাঁরা নিজেদের কোনো প্রচার চান না। তবে আমি তাঁদের মহত্ত্বের প্রচার করতে চাই। আমি বলতে চাই, “বিহাইন্ড দ্য সিনে”র মানুষগুলোই আসল। দান করে যাঁরা নিউজ চান না, তাঁরাই সেরা।’

হুমা কুরেশী
ইনস্টাগ্রাম
আমি তাঁদের মহত্ত্বের প্রচার করতে চাই। আমি বলতে চাই, “বিহাইন্ড দ্য সিনে”র মানুষগুলোই আসল। দান করে যাঁরা নিউজ চান না, তাঁরাই সেরা।
হুমা কুরেশী

‘আর্মি অব দ্য ডেড’ ছবিটি ১৪ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

হুমা কুরেশী
ইনস্টাগ্রাম