গায়ক কৈলাশ খেরকে বোতল ছুড়লেন দর্শকেরা

গানের মধ্যে হঠাৎ কৈলাশ খেরের পাশে একটি বোতল আছড়ে পড়ে, তবু গান চালিয়ে গেছেন এ গায়কছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের কর্ণাটকের এক আয়োজনে গাইতে গিয়ে আক্রান্ত হলেন বলিউডের গায়ক কৈলাশ খের। গতকাল রোববার রাতে রাজ্যের বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে গান পরিবেশনের মাঝে তাঁকে লক্ষ্য করে কয়েকজন দর্শক পানির বোতল ছুড়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনায় প্রদীপ ও সুরাহ নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ, ইতিমধ্যে তাঁরা জবানবন্দিও দিয়েছেন। তাঁদের জবানবন্দির বরাতে পুলিশ সাংবাদিকদের জানান, কৈলাশ খের হিন্দি গান পরিবেশন করলেও কোনো কন্নড় গান পরিবেশন করছিলেন না, কন্নড় গান পরিবেশনের দাবি তুলে বোতল ছুড়েছেন তাঁরা।

কৈলাশ খের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গানের মধ্যে হঠাৎ কৈলাশ খেরের পাশে একটি বোতল আছড়ে পড়ে, তবু গান চালিয়ে গেছেন এ গায়ক। আয়োজকের এক প্রতিনিধি এসে বোতলটি সরিয়ে নেন।

তিন দিনব্যাপী হ্যাম্পি উৎসব শুরু হয়েছে গত শুক্রবার। রোববার পর্যন্ত এ আয়োজনে আরমান মালিক, বিজয় প্রকাশসহ কয়েকজন শিল্পী গান পরিবেশন করেছেন।

‘আল্লাহ কি বান্দে’, ‘চাঁদ সিফারিশ’, ‘তেরি দিওয়ানি’, ‘তাওবা তাওবা’, ‘সাইয়া’সহ বেশ কয়েকটি গানের জন্য ভারতীয় উপমহাদেশে আলোচিত কৈলাশ খের। সুফি ঘরানার গানে তাঁর আলাদা পরিচিতি রয়েছে।

আরও পড়ুন

ভারতের উত্তর প্রদেশের মেরুতে জন্ম কৈলাসের। শৈশব থেকেই সংগীতের প্রতি ঝোঁক ছিল তাঁর। ২০০১ সালে জিঙ্গেলের মাধ্যমে সংগীত পেশা শুরু করেন। প্রথম প্লেব্যাক করেন বলিউডের ‘আন্দাজ’ ছবিতে।
কয়েক বছর আগে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবেও গেয়েছেন তিনি।

আরও পড়ুন