default-image

নিরব ও অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং আবারও বাধার মুখে পড়ল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগানে ৫ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়। সেখানেই ২৫ নভেম্বর পর্যন্ত ছবিটির শুটিং হওয়ার কথা ছিল। তবে হঠাৎ চা–বাগানে অডিট শুরু হওয়ায় ছবির কাজ স্থগিত করে ঢাকায় ফিরেছে শুটিং ইউনিট। অনুদানের এই ছবি ৫ অক্টোবর শুটিং শুরুর কথা থাকলেও শিডিউল, লোকেশন জটিলতাসহ নানা কারণে কয়েক ধাপে পিছিয়ে যায়।

বিজ্ঞাপন
default-image

‘ছায়াবৃক্ষ’ ছবির প্রযোজক সূত্রে জানা যায়, ৫ অক্টোবর ছবির শুটিং শুরু করার কথা ছিল। গত ১৮ সেপ্টেম্বর নায়িকা অপু বিশ্বাসের মা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মাকে হারিয়ে ভেঙে পড়েন এই অভিনেত্রী। তখন অপুর অনুরোধে ২১ দিন পর শুটিংয়ের শিডিউল ঠিক করা হয়। নায়িকার কথামতো পরিকল্পনা করা হয় শুটিংয়ের। এই সময়ে গান প্রস্তুত না হওয়া এবং নায়ক নিরবের ঢাকার বাইরে আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে আবার পেছায় শুটিং। এর মাঝেই শুটিং ইউনিটকে ভুগতে হয় চা–বাগানের শুটিংয়ের অনুমতি নিয়ে। সিলেট, সুনামগঞ্জের চা–বাগান পাওয়া গেলেও পাওয়া যাচ্ছিল না শুটিংয়ের অনুমতি। আবার কোনো চা–বাগান কর্তৃপক্ষ অনুমতি দিলেও কারখানা ব্যবহার করতে দিতে রাজি হয়নি। নির্মাতা চেয়েছিলেন একই বাগানের কারখানাতেই পুরো ছবির কাজ শেষ করতে। পরে মিলে যায় চট্টগ্রামের একটি চা–বাগানের অনুমতি। সেখানে ৫ নভেম্বর থেকে শুটিং শুরু হয়। সেখানেই ২৫ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের প্রস্তুতি ছিল নির্মাতার। কিন্তু ১৭ নভেম্বর থেকে বন্ধ করতে হয় শুটিং।

default-image

আগে থেকেই শিডিউল নেওয়া ছিল অপু বিশ্বাস, নিরব, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠুসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পীর। ছবিটির চরিত্র ও গল্প নিয়ে খুশি অভিনেত্রী অপু বিশ্বাস। আলোকচিত্রে চা–বাগানের কর্মীর পোশাকে দেখা গেছে তাঁকে। তিনি বলেন, ‘বেশ কিছু কারণে ছবিটির কাজ আমাদের বাধ্য হয়ে পেছাতে হয়েছে। এবার আর পেছাবে না। ছবির ৬০ শতাংশ কাজ শেষ। আমার প্রথম লটের কাজ শেষ। কিছু কাজ বাকি আছে, আবার শুটিং শুরু হলে আশা করি শেষ হয়ে যাবে।’

ছবিতে প্রথম লটে আরও ছয়টি দৃশ্য ধারণের কথা ছিল নায়ক নিরবের। কিন্তু হঠাৎ শুটিং স্থগিত হওয়ায় তাঁকেও ফিরতে হয়েছে ঢাকা। তিনি বলেন, ‘বেশ কিছু কারণে বারবার পিছিয়ে গেল ছবির শুটিং। কোনোটাই ইচ্ছাকৃত নয়। অডিট না হলে আমাদের ছবি পেছাত না। আমরা আরও পাঁচ–সাত দিন টানা শুটিং করতে পারতাম। আমার অন্য ছবির ক্ষেত্রে এমন বাধা আর আসেনি। আশা করছি, এটা ভালো একটি ছবি হবে।’

বিজ্ঞাপন
default-image

বাংলাদেশ সরকারের অনুদানে ‘ছায়াবৃক্ষ’ ছবির চিত্রনাট্য লিখেছেন তানভির আহমেদ। পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। ছবিটির প্রযোজক অনুপ কুমার বড়ুয়া। পরিচালক বলেন, ‘চা–বাগান কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। সম্ভবত পাঁচ দিন তাদের অডিট চলবে। তারা জানিয়েছে ২২ তারিখের পর আমরা শুটিং করতে পারব। কদিন বন্ধ থাকায় আমাদের খুব বেশি সমস্যা হবে না। শিডিউল মিললেই ২২ তারিখের পর আবার শুটিংয়ে যাব।’

default-image
মন্তব্য পড়ুন 0