আবার সুখবর দিল ‘গোর’
২০২০ সালের সেরা সিনেমা হয়েছিল গাজী রাকায়েতের ‘গোর’। শুধু তা–ই নয়, সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমাসহ ১১টি শাখায় পুরস্কার জিতে রেকর্ড করেছিল। এ সিনেমা এবার আরও একটি সুখবর দিল। সিনেমাটি এবার আমাজনের প্রাইম ভিডিওতে সব ভাষাভাষীর দর্শক দেখতে পারবেন।
গাজী রাকায়েত বলেন, ‘সিনেমাটি এর আগে দেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে চলেছে। পরে আমার যুক্তরাষ্ট্রভিত্তিক টুবিকে পরিবেশনায় যুক্তি করি। তারা সিনেমাটি কিনে নিয়েছে। সেখান থেকে আরও তিনটি প্রতিষ্ঠান আমাদের সিনেমাটি কিনেছে। এবার প্রাইম ভিডিওর মতো বড় একটি অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি যাওয়া আসলেই মন ভালো করার মতো সংবাদ। আপনি ওই সাইটে গিয়ে যখন দেশের নাম দিয়ে সার্চ করবেন, তখন শতাধিক দেশের সিনেমা পাবেন, কিন্তু বাংলাদেশের সিনেমা হয়তো পাবেন না। আমার মনে হয়, প্রাইম ভিডিওতে এটাই হতে পারে বাংলাদেশের প্রথম কোনো সিনেমা। এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা ও সুসংবাদ। দর্শক চাইলে সিনেমাটি এখান থেকে দেখতে পারেন।’
২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘গোর’ ছবিটি। পরে সিনেমাটি ইংরেজিতে ‘দ্য গ্রেভ’ নামে মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। সিনেমাটি গত বছর অস্কারেও ইংরেজি ভাষার সিনেমা হিসেবে জমা দেওয়া হয়েছিল। পরে প্রথম রাউন্ডের ভোটাভুটিতে বাদ পড়ে। গাজী রাকায়েত মনে করেন, এভাবেই দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘আমরা ভিন্ন একটা যাত্রা শুরু করলাম। এটা বাণিজ্যিক ধারার সিনেমা নয়। আমাদের সিনেমা শিল্পসম্ভাবনা থেকে তৈরি করা। তবে আমাদের চলচ্চিত্রের বাণিজ্যটা শিল্পনির্ভর হয়ে উঠুক, যে ছবি দেশের প্রতিনিধিত্ব করবে। এটা নির্মাতাদের জন্য চ্যালেঞ্জিং। আবার কম হলেও শিল্পসিনেমার অনেক দর্শক আছে। আমাদের সেই দর্শকদের কাছে পৌঁছাতে হবে। এ জন্য ওটিটির গুরুত্বপূর্ণ মাধ্যম।’
পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন গাজী রাকায়েত। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। সরকারি অনুদানে নির্মিত এ ছবির পরিবেশনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, শামীম তুষ্টি, মামুনুর রশীদ, দিলারা জামান, এস এম মহসিন ও কাজী আনিসুল হক বরুণ।