‘আমরা তিনজন অঝোরে কাঁদলাম’
প্রায় চার মাস আগে শেষ হয়েছে রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ ছবির শুটিং। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে। এবার পরিপূর্ণ একটি সিনেমা এখন বাংলাদেশে এসে পৌঁছেছে প্রযোজকের হাতে। চলতি মাসেই মুক্তির সম্ভাবনা আছে ছবিটির।
গতকাল রোববার বিকেলে কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। শিগগিরই হাতে পাবে সনদ, নিশ্চিত করেছেন বাংলাদেশ সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও ছবিটির নির্বাহী প্রযোজক, ছবির অন্যতম অভিনেত্রী নোভা ফিরোজ।
ছোট পর্দার অভিনেত্রী নোভার প্রথম সিনেমা এটি। একাধারে তিনি ছবির নায়িকা, আবার নির্বাহী প্রযোজক। তাই প্রথম ছবিতেই খানিকটা চাপ নিয়ে কাজ করতে হয়েছে তাঁকে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করতে ভারতের কলকাতা ও চেন্নাইয়ে যেতে হয়েছে।
নোভা বলেন, ‘ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানে আমি কর্মরত। এর আগে বিজ্ঞাপনের পোস্ট প্রোডাকশনের কাজের জন্য প্রতিষ্ঠানটির হয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতে গিয়েছি। কিন্তু এবার সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম আনন্দের।’
শুটিং শেষে ছবিটির অডিও ও গ্রাফিকসের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ে। ছবির কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছবির আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।
এরপর সিনেমার চূড়ান্ত আউটপুট বের করা হলো কলকাতা থেকে। আগেই সিনেমাটি সম্পর্কে সবকিছু খোলাসা করতে চাননি নোভা। তবে ছবিটি নিয়ে দারুণ আশাবাদের কথা জানান তিনি। এ অভিনেত্রী বলেন, ‘ছবিটি দেখলেই দর্শকের ভালো লাগবে। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।’
এ ছবির শুটিংয়ের একটি অভিজ্ঞতার ভাগ দিয়ে নোভা বলেন, ‘পরিচালক কাট বললেন, শেষ দৃশ্য নেওয়া শেষ হলো। আমি, সিয়াম ও তারিক আনাম একসঙ্গে হাত ধরে ছিলাম। তারিক ভাই আমাদের দুজনকে জড়িয়ে ধরলেন। আমরা তিনজনই অঝোরে কাঁদলাম। পুরো ইউনিটে নীরবতা নেমে এল। এটুকুই বলি, এটি ছিল একটি ভালো কাজ শেষ করার কান্না, আনন্দের কান্না।’
এই ছবিতে আরও অভিনয় করেছেন নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ। ‘মৃধা বনাম মৃধা’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।