ঈদে আসছে ‘ইউটিউমার’
মহামারিতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে চলচ্চিত্রাঙ্গন। ঈদ ঘিরে গত বছর থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না নতুন সিনেমা। তবে নতুন স্বাভাবিকে সিনেমা মুক্তির নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ঘরে বসে পরিবারের সঙ্গে নিরাপদে সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। ঈদে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি মুক্তি দিচ্ছে আদনান আল রাজীব পরিচালিত ছবি ইউটিউমার। গতকাল নিজেদের ফেসবুক পাতায় চরকি তাদের প্রথম ওয়েবফিল্মটির পোস্টার ও মুক্তির দিন ঘোষণা করে।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি এখনো যাত্রা করেনি। তবে ঈদুল আজহার আগেই দর্শকদের জন্য শুরু হবে তাদের কার্যক্রম। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা, চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি ঘোষণা দিয়েছিলেন, ১২ মাসে ১২টি অরিজিনাল ফিল্ম নিয়ে আসবে চরকি। সেই প্রতিশ্রুতির সূত্র ধরে উদ্বোধনী মাসের ছবি হিসেবে তারা প্রকাশ করল ইউটিউমার–এর নাম।
চরকির অ্যাপ এবং ওয়েবসাইটে ঈদের দিন দেখা যাবে প্রীতম হাসান ও জিয়াউল হক পলাশ অভিনীত ইউটিউমার। দর্শনীর বিনিময়ে ৬ মাস ও ১ বছর সাবস্ক্রাইব করলে ইউটিউমার–এর পাশাপাশি চরকির অন্য প্রিমিয়াম কনটেন্টগুলোও দেখা যাবে। এ ছাড়া শুধু ইউটিউমার দেখতে চাইলে একটি টিকিট কিনেও সেটি উপভোগ করতে পারবেন দর্শক।
চরকির ফেসবুক পাতায় প্রকাশিত ইউটিউমার–এর পোস্টারে দেখা গেছে প্রীতম ও পলাশকে। পোস্টারটি শেয়ার করেছেন ছবির নির্মাতা আদনান আল রাজীব ও অন্য কলাকুশলীরাও। পোস্টার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় এ নিয়ে আলোচনা। ছবিটিতে আরও অভিনয় করেছেন গাউসুল আলম শাওন, শরাফ আহমেদ জীবন, কারিনা কায়সার, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমের আরও অনেক জনপ্রিয় মুখ।