একদিকে তাকালে ‘শান’ দেখছি, আরেক দিকে ‘গলুই’

পূজা চেরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ঈদ এবার পূজা চেরির। দুটি বড় বাজেটের ছবি গলুই ও শান আসছে প্রেক্ষাগৃহে। দুটি ছবিরই নায়িকা তিনি। এবারই প্রথম ঈদে একসঙ্গে তাঁর দুটি ছবি মুক্তি পাচ্ছে। কেমন লাগছে? ‘অনেকে জানতে চাইছেন, চাপে আছি কি না। আমি আসলে চাপ নিচ্ছি না, বরং উপভোগ করছি। এমন সুযোগ তো আর সব সময় আসে না’, বললেন পূজা।

দুটি ছবির কোনটি এগিয়ে থাকবে, এ নিয়ে এখনই ভাবছেন না পূজা। তিনি বলেন, ‘কোন ছবি এগিয়ে থাকবে, এখনই সেটা বলা মুশকিল। কোনটা দর্শক পিক করবেন, কোনটি করবেন না, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমি তো একদিকে তাকালে শান দেখছি, আরেক দিকে তাকালে গলুই।’

পূজা চেরি
ছবি : সংগৃহীত

মুক্তির আগেই পূজা টের পাচ্ছেন, ছবি দুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা হচ্ছে। একজন দর্শক হিসেবে তিনিও সিনেমা দেখতে ঈদের দিন হলে যাবেন। কোনটা আগে দেখবেন? পারলে তো হলে বসে দুটি ছবিই একসঙ্গে দেখতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কোনটা আগে দেখব, সেটা চমক হিসেবেই থাকুক।’

গলুই ছবিতে পূজা চেরি ও শাকিব খান

গলুই ছবিতে ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে প্রথম কাজ করলেন পূজা। শাকিব বিদেশে থাকায় প্রচারণায় তাঁকে পাচ্ছেন না পূজা। তিনি বলেন, ‘শান ছবির প্রচারে সিয়ামকে পাচ্ছি। কিন্তু শাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ, সেই নায়ককে কাছে পাচ্ছি না। খুব মিস করছি তাঁকে। দেশে থাকলে নিশ্চয়ই আমরা দুজন একসঙ্গে প্রচার চালাতে পারতাম। তবে প্রতিনিয়ত তিনি খোঁজখবর রাখছেন।’

পূজা চেরি

ছবির প্রচারের ফাঁকে ঈদ উপলক্ষে বাবা, পরিবারের জন্য শপিং করেছেন পূজা। মার্কেটে না গিয়ে অনলাইনেই বাবার জন্য পাঞ্জাবি, মায়ের জন্য শাড়ি আর ভাইয়ের জন্য শার্ট অর্ডার করেছেন তিনি। জানালেন, গলুই সিনেমার স্মারক টিশার্ট ও শাড়ি বেরিয়েছে। ‘গলুইয়ের নামে বিশ্বরঙ শাড়ি এনেছে। এই শাড়িটা আমার কাছে ঈদ স্পেশাল’, বললেন পূজা। নিজের ছবি দুটি প্রসঙ্গে সবশেষে বললেন, ‘শান আর গলুই দুটি দুই ধরনের ছবি। ভিন্নতা আছে। আমার প্রত্যাশা ঈদে দর্শকেরা দুটি ছবিই দেখবেন। দুটি ছবি থেকে তাঁরা দুই রকম স্বাদ পাবেন।’