default-image

ফিটনেসে নিজেকে আরও বদলে দেওয়ার মিশনে নেমেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সিনেমার অভিনয়ের পাশাপাশি তাই ফিটনেসেও এখন সবচেয়ে বেশি মনোযোগী দেশসেরা এই নায়ক। দিনের বেশির ভাগ সময় তিনি এখন ব্যায়ামাগারে কাটাচ্ছেন। সকাল-সন্ধ্যা যখনই সুযোগ পাচ্ছেন, তখনই নিজের বাসার দ্বিতীয় তলায় তৈরি করা ব্যায়ামাগারে সময় দিচ্ছেন। প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানান শাকিব খান।
করোনার এই সময়ে সিনেমার শুটিং তেমন একটা ছিল না। নতুন স্বাভাবিকে কাজ শুরু হয়েছে। প্রযোজক ও পরিচালকের অনুরোধে শাকিব খানও শুটিং শুরু করেছেন। ‘নবাব এলএলবি’ সিনেমার বেশির ভাগ অংশের কাজ শেষও করেছেন।

বিজ্ঞাপন
default-image

এদিকে শাকিব খান তাঁর ব্যায়ামাগার আরও ভালোভাবে গুছিয়েছেন। নতুন কিছু ইনস্ট্রুমেন্ট এনেছেন। আরও কিছু আসছে বলেও জানালেন। শাকিব বললেন, ‘এখন তো কাজ কম করছি। এর বাইরে যা সময় পাচ্ছি, দেশ–বিদেশের ছবি দেখছি। জিমে সময় বেশি দিচ্ছি। নতুন একটা লুক আনতে চাই। আমার নিজের সন্তুষ্টির জন্য তা করছি।’
নবাব এলএলবি ছবির শুটিংয়ের পর একাধিক প্রযোজক ও পরিচালক শাকিব খানকে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। করোনার মধ্যেও কয়েকজন পরিচালক তাঁর সঙ্গে নতুন ছবির গল্প নিয়ে আলোচনায় বসেছেন। নবাব এলএলবি ছবির পর কোনটি দিয়ে আবার শুটিংয়ে ফিরছেন, তা জানাতে চান না এই নায়ক।

default-image

শাকিব খান বললেন, ‘করোনায় এখন ভেবেচিন্তা কাজ করছি। সবার কথা ভেবে কাজ শুরু করেছি। একই সঙ্গে শুটিংয়ের সবার নিরাপত্তার বিষয়টিও ভাবতে হবে। স্বাভাবিক সময়ের চেয়ে কাজ স্বাভাবিকভাবেই এখন কম। যদিও অনেক পরিচালক ও প্রযোজক ছবিতে অভিনয়ের জন্য আলাপ করছেন। কিন্তু খুব ভেবেচিন্তে গল্প হাতে নিচ্ছি। অভিনয়জীবনে নিজেকে দেওয়ার মতো এতটা সময় কখনো পাইনি। তাই যেভাবে পারছি, নিজের যত্ন নিচ্ছি। আরেকটু ফিট করতে জিমে সময় দিচ্ছি সবচেয়ে বেশি।’
শাকিবের ফিটনেসে যে পরিবর্তন এসেছে, তা কিছুটা চোখে পড়েছে নবাব এলএলবি সিনেমার গানের টিজার প্রকাশের পর। ইউটিউবের মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, এটা কী দেখলাম! এটা কি শাকিব খান, শাকিব খানের লুক তো পুরাই আগুন। সত্যি আমরা এই ছবিতে ভিন্ন কিছু পেতে যাচ্ছি।’ এম এইচ রুহান লিখেছেন, ‘বডি ফিটনেস দারুণ ছিল। একঝলকে মাথা নষ্ট হয়ে গেছে।’

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0