এবার বড় পর্দায়

এবার বড় পর্দায় মুক্তি পেল কসাই’

ঈদুল ফিতরে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘কসাই’। এবার বড় পর্দায় মুক্তি পেল ছবিটি। গতকাল শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও ধানমন্ডির সীমান্ত সম্ভার শাখায় ছবিটি দেখা যাচ্ছে। ছবির পরিচালক অনন্য মামুন জানান, দুটি স্ক্রিনে প্রতিদিন তিনটি করে মোট ছয়টি শো চলছে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিন চ্যানেল আইতে টিভি প্রিমিয়ার হবে ছবিটির।

‘কসাই’ ছবি নিরবের সঙ্গে অভিনয় করেছেন প্রিয় মণি
ছবি : সংগৃহীত

কঠোর বিধিনিষেধের কারণে ২৩ জুলাই থেকে আবারও সিনেমা হল বন্ধ থাকবে, জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। মাত্র এক সপ্তাহের জন্য মুক্তি! কতটুকু লাভ করতে পারবে ছবিটি?

শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও ধানমন্ডির সীমান্ত সম্ভার শাখায় ছবিটি চলছে

উত্তরে পরিচালক অনন্য মামুন জানান, বড় পর্দায় সিনেমা হল যতই কম হোক, কোনো লোকসান হবে না। তিনি বলেন, ‘এখন কৌশল পরিবর্তন করেছি। ছবির নির্মাণ ব্যয় বুঝে করছি। ছবি বানানোর পরে প্রথম ওটিটিতে, এরপর টেলিভিশনে স্বত্ব বিক্রি করছি। এই দুই জায়গা থেকেই আমার মূলত বিনিয়োগ উঠে আসছে। সিনেমা হল থেকে যা আসবে, তা পুরোটাই আমার জন্য বাড়তি পাওনা।’

তিনি জানান, ‘অমানুষ’, ‘সাইকো’সহ তাঁর সব ছবিই একই প্রক্রিয়ায় মুক্তি দেবেন তিনি। এই পরিচালক আরও বলেন, ‘গত দুই বছরে প্রচুর ছবি তৈরি হয়েছে। এখনো মুক্তি পায়নি।

পরিচালক অনন্য মামুন
ছবি : সংগৃহীত

এই তালিকায় ক্রমেই যুক্ত হবে আরও ছবি। আমাদের যতগুলো হল আছে, তাতে মুক্তির সিডিউল পাওয়াই কঠিন হবে। সুতরাং এই প্রক্রিয়ায় বিনিয়োগ আটকেও থাকছে না, আবার ঝুঁকির মধ্যেও পড়ছে না।’ ‘কসাই’ ছবিতে নিরবের বিপরীতে নায়িকা হয়েছেন প্রিয়মণি। এই ছবি দিয়েই বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হলো তাঁর।

উচ্ছ্বসিত প্রিয়মণি বলেন, ‘রোজার ঈদে ওটিটিতে প্রশংসিত হয়েছে ছবিটি। এবার বড় পর্দায় মুক্তি পেল। এই দিনের জন্যই অপেক্ষায় ছিলাম আমি। ভালো লাগার কথা এই মুহূর্তে বলে বোঝাতে পারব না।’

‘কসাই’ ছবিতে নিরবের বিপরীতে নায়িকা হয়েছেন প্রিয়মণি

এদিকে প্রায় ১৪ মাস পর ‘সাইকো’ ছবির বাকি কাজের শুটিং শুরু করেছেন অনন্য মামুন। আজ থেকে ধামরাইয়ের লোকেশনে চলছে শুটিং। তিনি জানান, ছবিটির চার দিনের কাজ বাকি ছিল। সেটি করা হচ্ছে। ছবিটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, রোশান, পূজা চেরি প্রমুখ।
এ ছাড়া অনন্য মামুন পরিচালিত শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘নবাব’ ছবিটিও বড় পর্দায় চলছে।