কানে এগিয়ে ছিলেন দেশের তারকারা, দেখুন ছবিতে

বিশ্ব চলচ্চিত্র দুনিয়ার মানুষের কাছে কান চলচ্চিত্র উৎসব শুধুই সিনেমা দেখার প্ল্যাটফর্ম নয়; কান একই সঙ্গে আন্তর্জাতিক প্রযোজক, পরিচালক ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগাযোগের বড় মাধ্যম। সর্বোপরি বলা যায় সিনেমা বেচাকেনার বৃহৎ মাধ্যম। অফিশিয়াল সিলেকশনের বাইরে বাণিজ্যিক এসব শাখা রমরমা থাকে বিশ্ব সিনেমা–সংশ্লিষ্টদের উপস্থিতিতে। এসব শাখায় এবার এগিয়ে ছিল বাংলাদেশ। কানের মার্শে দ্যু ফিল্ম শাখায় হাজির হয়েছিলেন একাধিক অভিনয়শিল্পী। কাজের বাইরেও কানে দেশ–বিদেশের তারকাদের সঙ্গে সেলফি-আড্ডার ছবি প্রশংসায় ছিল।
১ / ১১
ট্রেলার প্রদর্শনীর আগে বক্তব্য দেন নুসরাত ইমরোজ তিশা। ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমায় তিনি বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন
ছবি: ফেসবুক থেকে
২ / ১১
১৯ মে ট্রেলার প্রদর্শনী অনুষ্ঠানে এভাবেই হাজির হয়েছিলেন আরিফিন শুভ। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন শুভ
ছবি: ফেসবুক থেকে
৩ / ১১
মার্শে দ্যু ফিল্ম শাখায় ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেলার নিয়ে হাজির হয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা
ছবি: ফেসবুক থেকে
৪ / ১১
৪. জানা যায়, একই হোটেলে থাকার সুবাদে হঠাৎ দেখা হয়ে যায় বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের সঙ্গে। একটি সেলফিতে বর্ষাসহ তাঁরা
ছবি: ফেসবুক থেকে
৫ / ১১
মুঠোফোন হাতে অভিষেক বচ্চনকে কী দেখাচ্ছেন অনন্ত? এমন প্রশ্ন ছিল ভক্তদের। অনন্ত জলিল বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন, তাঁদের সিনেমার ট্রেলার দেখিয়েছেন অভিষেক দম্পতিকে
ছবি: ফেসবুক থেকে
৬ / ১১
আরিফিন শুভকে দেখা যায় ‘মুজিব’ সিনেমাটির ট্রেলার নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কথা বলতে। শুভকে ভিডিও রেকর্ডিং করতে দেখা যায়
ছবি: ফেসবুক থেকে
৭ / ১১
‘জেমস বন্ডে’–এর অভিনেত্রী লাশানা লিঞ্চের সঙ্গে অনন্ত জলিল
ছবি: ফেসবুক থেকে
৮ / ১১
কানে প্রযোজক তিশার দেখা হয়ে যায় তাঁর প্রযোজিত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। পরে শুরু হয় এক আড্ডা। সেখানে মেয়ে ইলহামসহ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, আবু শাহেদ ইমনসহ অন্যদের সঙ্গে ছবিতে
ছবি: ফেসবুক থেকে
৯ / ১১
সিনেমাটির ট্রেলার প্রদর্শনীর দুই দিন পরে একটি লালগালিচায় আরিফিন শুভ
ছবি: ফেসবুক থেকে
১০ / ১১
চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনিকে দেখা গেল কান উৎসবে
ছবি: ফেসবুক থেকে
১১ / ১১
চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসেন তার সিনেমা ‘সাফা’ নিয়ে হাজির হয়েছিলেন মার্শে দ্যু নাইটে। এর ফাঁকে এ আর রহমানের সঙ্গে সেলফি ফেসবুকে শেয়ার করেন
ছবি: ফেসবুক থেকে