কান থেকে প্যারিসের পথে, কাল আসছেন ঢাকায়

কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে এভাবেই দেখা গেছে বাঁধনকে
ছবি : সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তেঁ রিগায় শেষ হলো বাংলাদেশ অধ্যায়। গতকাল রাতে পুরস্কার ঘোষণা হয়েছে। এই বিভাগে পুরস্কার না জিতলেও বাংলাদেশ ও বাঙালির মন জয় করেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবি। গত কয়েক দিনে বেশির ভাগ বাঙালির ফেসবুক পোস্ট ও দেশ–বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যম তেমনটাই বলেছে। এদিকে আয়োজন শেষে সাদ ও বাঁধনরা ছেড়েছেন কান শহর। তাঁরা এখন প্যারিসের পথে। শনিবার বাংলাদেশ সময় দুপুরে বাঁধন জানান, তাঁরা আজ প্যারিস পৌঁছাবেন। কাল সকালে ঢাকার পথে রওনা করবেন।

আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের আজ সমাপনী দিন। আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে স্বর্ণপামজয়ী ছবির নাম। সাদ ও বাঁধনদের চলে আসার কারণে উদ্বোধনী আসরের মতো সমাপনীতেও থাকছে না বাংলাদেশের প্রতিনিধিত্ব। এর আগে উদ্বোধনী আয়োজনে দাওয়াত পেয়েও অংশ না নেওয়ার কারণ হিসেবে ছবিটির প্রধান চরিত্র বাঁধন প্যারিস থেকে বলেন, ‘এই না যাওয়ার সিদ্ধান্ত সাদের টিম স্পিরিটের অন্যতম অংশ। কানের রীতি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলে আমি, পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ আর প্রযোজক জেরেমি চুয়া নিতে পারি। কিন্তু আমাদের সঙ্গে যাঁরা এতটা পথ এসেছিলেন—শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয়, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, চিত্রগ্রাহক তুহিন নাজমুল ও নির্বাহী প্রযোজক এহসানুল হক, তাঁদের কী হবে! তাঁরা হোটেলে আর আমরা লালগালিচায়, সেটিকে সাদ মোটেও সমর্থন করে না। তাই আমাদের এই সিদ্ধান্ত ছিল। এতে আমাদের মধ্যে কোনো দুঃখ ছিল না, বরং স্বস্তি ছিল।’

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এভাবেই দেখা গেছে সাদ ও বাঁধনকে
ছবি : সংগৃহীত

সাদের এমন সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানান। এদিকে আঁ সার্তেঁ রিগার পুরস্কার ঘোষণার আগে ফেসবুক লাইভে বাঁধন বলেছিলেন, ‘আমরা কান চলচ্চিত্র উৎসব থেকে যা পেয়েছি, সেটাই অনেক। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালোভাবে দেশে ফিরতে পারি।’
পুরস্কার না পাওয়ায় কোনো অভিমান বা মনঃকষ্ট কাজ করছে কী? বাঁধন বললেন, ‘একদমই তা নয়। আমি কিন্তু পুরস্কার ঘোষণার আগেও বলেছি, উৎসবে এসে আমরা যা যা পেয়েছি, তাতে মুগ্ধ। বাংলাদেশের ছবি প্রথমবার এতটা পথ এল, সবার ভালোবাসা পেল, প্রশংসিত হলো—এই সম্মানটাই–বা কম কী! তবে কান উৎসবের শেষ দিনে যদি আমরা থাকতাম, তাহলে হয়তো যোগ দিতাম। কিন্তু ১৮ তারিখ সকালে আমাদের ঢাকার ফ্লাইট। তাই সমাপনী দিনের আগে ভেন্যু ছেড়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না।’

আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

৬ জুলাই উদ্বোধনী সিনেমা ‘অ্যানেট’ দিয়ে শুরু হয়েছিল কানের ৭৪তম আয়োজন। পরদিন সব বিভাগে সিনেমা প্রদর্শনী শুরু হয়। কান চলচ্চিত্র উৎসবে ৭৪তম আয়োজনের আঁ সার্তেঁ রিগা বিভাগের সিনেমার সর্বশেষ প্রদর্শনী হয় ১৫ জুলাই। গতকাল ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ঘোষণা করা হয় এই বিভাগের পুরস্কার। কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ পুরস্কার পেলে বাংলাদেশের সিনেমা নতুন ইতিহাস রচনা করত। কারণ, এটিই বাংলাদেশ থেকে অফিশিয়াল মনোনয়ন পাওয়া প্রথম সিনেমা। সিনেমাটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এতে আরও অভিনয় করেছেন কাজী সামি, আফিয়া জাহান, আফিয়া তাবাচ্ছুম প্রমুখ। কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তেঁ রিগায় গ্র্যান্ড প্রাইজ পেয়েছে রাশিয়ার ছবি ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’।