খুন, নাকি ভুল, জানা যাবে রাতে
মুক্তির আগে ‘৭ নাম্বার ফ্লোর’-এর কয়েক রকম ট্রেলার প্রকাশ করেছেন পরিচালক। ট্রেলারে দেখা গেছে, সুপারস্টার সাদমানকে খুন করা হয়েছে। শুটিংয়ের প্রপসের পিস্তলের গুলিতে মৃত্যু হয় তাঁর। এটা কি, খুন নাকি ভুল—এসব রহস্য ছড়িয়েছে ট্রেলার। দর্শককে ধাঁধার মধ্যে রেখেছেন পরিচালক। সেই রহস্যের জাল অবশেষে উন্মোচিত হচ্ছে আজ মঙ্গলবার। ‘৭ নাম্বার ফ্লোর’ মুক্তির পর জানা যাবে আসল ঘটনা। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তমা মির্জা, শাহরিয়ার নাজিম জয় ও শবনম বুবলী অভিনীত ছবিটি।
এদিকে চরকি প্রযোজিত ‘টান’-এ বুবলী অভিনয় করেছিলেন অবনী চরিত্রে। এই সিনেমাতেও তাঁর চরিত্রের নাম অবনী। তিনি বলেন, ‘চরকি হচ্ছে সেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে আমার প্রথম কাজ করা। আমার প্রথম কাজটার নাম “টান”। তো সেই “টান”ই সব সময় চরকির প্রতি আমার থাকবে। আর এই মুভিটা দিয়ে অডিয়েন্স আমাকে যেভাবে পেয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তা আমার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট। এবার চরকির ঈদ আয়োজনে “৭ নাম্বার ফ্লোর” ছবিটিও আমাকে নতুন এক অভিজ্ঞতা দিয়েছে।’
‘৭ নাম্বার ফ্লোর’-এর ট্রেলারে দেখা যায়, সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রপসের পিস্তলের জায়গায় আসল পিস্তল রাখল কে? কী আর হতে পারে হত্যার উদ্দেশ্য? এসব প্রশ্নের উত্তর মিলবে আজ। আজ ঈদের রাতেই মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত, স্বপ্ন নিবেদিত চরকি অরিজিনাল সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’, পাওয়ার্ড বাই জিপিএইচ ইস্পাত। এই সিনেমায় তমা মির্জা ও বুবলীর সঙ্গে দর্শকেরা নবাগত অভিনেতা রাজ মানিয়েকে দেখতে পাবেন। রাজের এটিই প্রথম অভিনয়। এর আগে পণ্যের মডেল হিসেবে তিনি ছিলেন পরিচিত মুখ। ‘৭ নাম্বার ফ্লোর’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে সিনেমাটিতে।
এর আগে চরকি প্রযোজিত ‘খাঁচার ভিতর অচিন পাখি’ চলচ্চিত্রে পাখি চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। এই চলচ্চিত্রেও তাঁর চরিত্রের নাম পাখি। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে তমা বলেন, ‘এটি আমার আরেকটা প্রিয় কাজ হতে যাচ্ছে। “খাঁচার ভিতর অচিন পাখি”র মধ্য দিয়ে দর্শক আমাকে নতুনভাবে চিনতে পেরেছিল। আর এই সিনেমাটার মধ্য দিয়ে আরেক পাখিকে দেখবে দর্শক।’
প্রথম সিনেমাতেই বুবলী ও তমার বিপরীতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়ে রাজ মানিয়া বলেন, ‘প্রথম থেকেই খুব নার্ভাস ছিলাম। জীবনে প্রথম চলচ্চিত্রে অভিনয়, পুরো বিষয়টা আমার জন্য একটু অন্য রকম ছিল। পরিচালক রাফি ভাইয়ের ওপর ভরসা রেখেই কাজটা করা। তিনি আমার ওপর বিশ্বাস করেছেন। সেই সঙ্গে আমার কো-আর্টিস্টরা দুর্দান্ত সহযোগিতা করেছেন। বাকিটা দর্শকের ওপর ছেড়ে দিলাম।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময় আনন্দের। ঈদ আয়োজনে চরকিতে আমার নির্মিত সিনেমা দর্শক দেখতে পারবে, ভাবতেই ভালো লাগছে। আপনারা চরকি সাবস্ক্রাইব করুন। লিগ্যাল ওয়েতে আমাদের সিনেমা দেখুন, উপভোগ করুন ৭ নাম্বার ফ্লোর।’