এবারের ঈদটা অন্য রকম কেটেছে পরীমনির জন্য। ঈদ কেটেছে তাঁর কক্সবাজারে। তাঁর ভাষায়, জীবনের সেরা মুহূর্তগুলো কেটেছে কক্সবাজারে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন, ছবি তুলেছেন। ফেসবুকে পোস্ট করেছেন মুগ্ধতা ছড়ানো সেসব ছবি। ছবিতে অন্য রকম এক পরীমনি গল্প