default-image

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, প্রায় তিন মাস গ্রুমিং করার পর ‘পাপ’ ছবিতে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে মাহাকে। অভিনয় ও চরিত্রের জন্য যেমন হওয়া দরকার, মাহা তেমনই। তিনি বলেন, ‘পাপ ছবিটি থ্রিলার গল্পের। গ্রুমিংয়ের সময় দেখেছি, ছবিতে যে চরিত্র মাহা করবেন, তার লুক, হাইট ও আচরণের সঙ্গে দারুণ মানাবে তাঁকে।’ কীভাবে পেলেন তাঁকে? উত্তরে আবদুল আজিজ বলেন, ‘ফেসবুকে। ছবি দেখে মাহাকে পছন্দ হয়। পরে একটি মডেল এজেন্সির মাধ্যমে তাঁকে অডিশনের জন্য ডাকা হয়। প্রথম অডিশনেই পাস করেন মাহা। ওই দিনই তাঁকে আমরা প্রাথমিকভাবে চূড়ান্ত করি। এরপর প্রায় তিন মাস গ্রুমিং করানো হয়। চরিত্রের জন্য এখন সে পুরোপুরি প্রস্তুত।’

default-image

মাহা দুই বাংলার নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা ‘কেয়া শেঠ–মিস অদ্বিতীয়া ২০১২’–এর বাংলাদেশের চ্যাম্পিয়ন। কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন তিনি। বর্তমানে পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। সিনেমায় কাজের সুযোগ পেয়ে ভীষণ খুশি মাহা। তিনি বলেন, ‘জাজ থেকে অনেক নায়িকা এসেছেন। সবাই আলোচিত হয়েছেন। এ জন্য আমার নিজের খুব ভালো লাগছে, জাস্ট ফিল লাইক অন দ্য টপ। এই হাউসের কাজগুলো পরিকল্পনা নিয়ে করা হয়। এতে নতুনদের ক্ষেত্রে শুরুতেই ভালো করার সুযোগ থাকে।’ ডাক্তারি শুরু করেও কিছুদিন পর ছেড়ে দেন। কেন? তিনি বলেন, ‘বাবা মারা যাওয়ার পর থেকে পারিবারিক ব্যবসা দেখতে হচ্ছে আমাকে। এ কারণে আপাতত ডাক্তারি করছি না। তবে সিনেমাটি শেষ করার পর আবার অনুশীলন শুরু করব।’

default-image

মাহা জানালেন, আগে থেকেই সিনেমায় নায়িকা হওয়ার ইচ্ছা ছিল তাঁর। তিনি বলেন, ‘সিনেমায় কাজের আগ্রহটা আগেই ছিল। লেখাপড়ার পাশাপাশি ২০১২ সালের পর থেকে মিডিয়ায় টুকটাক কাজও করেছি। সে সময় কিছু নাটকে অভিনয় করেছি। কিন্তু আমার টার্গেট ছিল সিনেমা। সেটি এবার করতে চলেছি।’ সিনেমায় নিয়মিত অভিনয় করবেন? তিনি বলেন, ‘ইচ্ছা আছে। ডাক্তারি, ব্যবসার পাশাপাশি যতটুকু সময় পাব, সিনেমাই করতে চাই।’

এদিকে চলতি মাসের মাঝামাঝি ‘পাপ’ ছবির শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন সৈকত নাসির। বর্তমানে কক্সবাজারে শুটিং চলছে। পরিচালক জানান, ১ এপ্রিল পর্যন্ত কক্সবাজারে শুটিং চলবে। ২ এপ্রিল থেকে ঢাকার শুটিং শুরু হবে। ‘পাপ’ ছবিতে আরও অভিনয় করছেন রোশান, ববি, আরিয়ানা প্রমুখ।

ঢালিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন