জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে আয়োজন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০। এতে ২৭টি শাখায় ২৮ জন শিল্পী ও কলাকুশলী পুরস্কার পেতে যাচ্ছেন।
আনোয়ারার ইচ্ছে ছিল আজীবন সম্মাননা পুরস্কারটি সশরীর গ্রহণ করবেন। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আগেই অসুস্থ হয়ে শয্যাশায়ী তিনি। ১১ মার্চ স্ট্রোক করে হাসপাতালে যেতে হয় তাঁকে। ১০ দিন পর এখন তিনি বাড়িতে ফিরেছেন, তবে দুই মাস তাঁকে থাকতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে। অন্যদিকে এই সম্মাননার জন্য মনোনীত আরেক অভিনেতা রাইসুল ইসলাম আসাদ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। এই মুক্তিযোদ্ধা সশরীর উপস্থিত থাকবেন এ আয়োজনে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে আয়োজন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ আয়োজনে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে সবার হাতে পুরস্কার তুলে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
আজীবন সম্মাননার অনুভূতি জানিয়ে রাইসুল ইসলাম আসাদ বলেন, 'স্বীকৃতি সব সময় আনন্দের। শিল্পীজীবনে বহু সম্মাননা পেয়েছি। এ নিয়ে আলাদা কোনো মোহ নেই। পুরস্কার পেতে হবে ভেবে কাজ করিনি। তারপরও যখন কোনো স্বীকৃতি পাই, তখন মনে হয়, আমার কাছে দর্শকের প্রত্যাশা এখনো শেষ হয়নি। আগেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, পেয়েছি একুশে পদকও। চলচ্চিত্রে আগামী বছর আমার ৫০ বছর পূর্ণ হবে। তার আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্তির ব্যাপারটি আমার কাছে অনেক বড়। যদিও চলচ্চিত্রে খুব বেশি অভিনয় করিনি। এ সম্মাননা অবশ্যই নতুনভাবে প্রাণিত করেছে।'
আনোয়ারার সম্মাননা গ্রহণ করবেন তাঁর মেয়ে মুক্তি। প্রতিবছরের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে থাকবে দুটি পর্ব। প্রথম পর্বে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া, আর দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজন।
অতিথিদের বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য গত দুই দিন মহড়া করেছেন শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচবেন নব্বইয়ের দশকের অভিনেত্রী রোজিনা, নূতন ও অরুণা বিশ্বাস। এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে মিম, ইমন, সাইমন, পূজা চেরি, তমা মির্জা ও দীঘি।
এবারের আয়োজনে গান করবেন আবিদা সুলতানা, রফিকুল আলম, মমতাজ, লুইপা, প্রতীক হাসান ও অনুপমা মুক্তি। এ ছাড়া সাদিয়া ইসলাম মৌ ও তাঁর দলের একটি সম্মেলক নৃত্যও থাকবে এ আয়োজনে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা। তৃতীয়বার এ অনুষ্ঠান সঞ্চালনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, 'বেশ আনন্দ নিয়ে কাজটি করছি। পূর্ণিমার সঙ্গে আমার বোঝাপড়ার ব্যাপারটাও দারুণ। মেরিল–প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠান উপস্থাপনার পরই আমাদের দুজনকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয়। ভালো কোনো অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব