অরুণা বললেন, ২০ থেকে ২৫ বছর হবে এফডিসিতে ডাব করেছি। আজ ডাব করতে এসে কত কত মানুষের কথা মনে পড়ছিল। ডাবিংয়ের সময় গোলাম মোস্তফা ভাই উচ্চারণ ঠিক করে দিচ্ছিলেন। ফরীদি (হুমায়ূন ফরীদি) ভাই অসাধারণ সব জোকস বলতেন। চাষী ভাই (চাষি নজরুল ইসলাম), ডলি ভাবি (ডলি জহুর), দিতি, সালমান শাহসহ সবার অনেক কথা মনে পড়ছিল। খুব নস্টালজিক হয়ে পড়ি।’
‘অসম্ভব’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। তিনি বললেন, ‘এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। ডাবিংয়ের পর পুরো ছবিটি দেখে যদি মনে করি আর কিছু শুটিং করা দরকার, তাহলে করব। নাহলে নয়। সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জোছনা বিশ্বাস, সোহানা সাবা, শাহেদ, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, গাজী আব্দুন নূরসহ অনেকে।
অরুণা বিশ্বাস তাঁর এই চলচ্চিত্রের একটি গানে কণ্ঠও দিয়েছেন। ‘ও পাখি’ শিরোনামের গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। চলচ্চিত্রের পর্দায় গানটিতে অরুণা বিশ্বাসই ঠোঁট মেলাবেন। গান গাওয়া ও সিনেমা প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘খুব শান্তি লাগছে সিনেমার কাজ শেষ করে। সৃষ্টিকর্তার অসীম কৃপায় কোনো রকম ঝামেলা ছাড়া সিনেমার শেষ করতে পেরেছি। আর সিনেমায় অনেকটা হুট করেই গান গেয়েছি। জীবনে এমন সুযোগ আর না–ও আসতে পারে। আমার বিশ্বাস দর্শক-শ্রোতার ভালো লাগবে গানটি।’