ঢালিউডের নতুন নায়িকা

বাংলাদেশের সিনেমা দানব মানব–এ অভিনয় করছেন কলকাতার বনি সেনগুপ্ত। প্রথমে শোনা গিয়েছিল, বনির বিপরীতে অভিনয় করবেন দীঘি। চুক্তি না হলেও মৌখিকভাবে কথা হয়ে ছিল। এই অভিনেত্রী গণমাধ্যমে জানিয়েও ছিলেন কাজটি করছেন। এখন নতুন খবর, দীঘি নয়, এই ছবির নায়িকা হচ্ছেন নবাগত শালুক।

দীঘি নয়, এই ছবির নায়িকা হচ্ছেন নবাগত শালুক
ছবি : সংগৃহীত

ছবির পরিচালক বজলুর রাশেদ চৌধুরী জানান, আগে থেকেই একটি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ দীঘি। এই ছবির সঙ্গে অনুদানের ছবিটির সিডিউল কাছাকাছি। তিনি বলেন, ‘সিডিউল পেছানো গেলে হয়তো কাজটি করতে পারতেন দীঘি। কিন্তু আমার ছবিতে কলকাতার তিনজন শিল্পী আছেন। তাঁদের সিডিউল আগে থেকে নেওয়া। সুতরাং দীঘিকে নিয়ে কাজটি করা হচ্ছে না। আমি ও দীঘির বাবা বসে একটা সমঝোতা করেই দীঘির পরিবর্তে আরেকজনকে নিয়েছি।’

সেই আরেকজন হলেন শালুক। ২৫ সেপ্টেম্বর রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাতে এটাই তাঁর প্রথম কাজ। শালুক বলেন, ‘হুট করেই চুক্তিবদ্ধ হয়েছি।’
কীভাবে সুযোগ হলো? জানতে চাইলে শালুক জানান, একটি বিজ্ঞাপনী সংস্থার প্রধান রোমিম রায়হানের মাধ্যমে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের সঙ্গে যোগাযোগ। তিনি বলেন, ‘রোমিম রায়হানের মায়ের সঙ্গে আমার মায়ের সম্পর্ক ভালো। সেই সুবাদে তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। তিনিই আমাকে এই ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। প্রথম দিনই তাঁরা আমাকে নিয়ে কাজটি করতে আগ্রহ দেখান।’

শালুক
ছবি : সংগৃহীত

সিনেমায় নতুন হলেও আগে সালাহউদ্দিন লাভলু, আবু হায়াত মাহমুদ প্রমুখ পরিচালকের সঙ্গে চ্যানেল আইয়ের ডজনখানেক নাটকে অভিনয় করেছেন শালুক। ছোটবেলা থেকে নাচ ও অভিনয়ের সঙ্গে জড়িত। নায়লা আজাদ নূপুরের কাছে ছয় মাসের একটি অভিনয় কোর্সও সম্পূর্ণ করেছেন তিনি। বলেন, ‘আমার চূড়ান্ত স্বপ্ন ছিল নিজেকে বড় পর্দায় দেখা। এ জন্য ছোটবেলা থেকেই নাচ, অভিনয় অনুশীলনের চেষ্টা করেছি। অভিনয়ের কোর্স করেছি। নিজেকে প্রস্তুত করতে ছোট পর্দায় কাজ করেছি।’

প্রথম ছবিতেই কলকাতার নায়ক, ভয় কাজ করছে না? এ ব্যাপারে এই নবাগতা বলেন, ‘একটু ভয় তো লাগছেই। বনি দুই বাংলারই পরিচিত নায়ক। তবে আমার বিশ্বাস, তাঁর সঙ্গে অভিনয়টা ঠিকঠাক করতে পারলে ভয় কেটে যাবে।’
জেলেদের সংগ্রামী জীবন নিয়ে দানব মানব-এর গল্প। আগামী ১৭ অক্টোবর থেকে চাঁদপুরের লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। পরিচালক জানান, ৩১ অক্টোবর পর্যন্ত শুটিং চলবে। পাঁচ দিনের বিরতি দিয়ে ৬ নভেম্বর থেকে টানা কাজ করে শুটিং শেষ করা হবে।
তা ছাড়া এই ছবিতে আরও অভিনয় করবেন শিবা সানু, শতাব্দী ওয়াদুদ, জ্যাকি আলমগীর, কমল পাটেকার এবং কলকাতার রজতাভ দত্ত ও ভরত কল।