তাঁদের জন্য ছাগল কিনলেন মিম

বিদ্যা সিনহা মিম

ঘরবাড়ি দেখভালের জন্য বিদ্যা সিনহা মিমের আছেন দুজন গৃহকর্মী। গাড়ি চালানোর জন্য আছেন একজন চালক। মডেল ও অভিনয়শিল্পীর সঙ্গে ১০ বছরের বেশি সময় ধরে আছেন তাঁরা। মিমের ভাষায়, এখন তাঁর পরিবারেরই অংশ হয়ে গেছেন তাঁরা। ঈদের সময়ও মিমের সঙ্গে থাকেন এই তিনজন। তাঁদের ঈদ আনন্দকে পরিপূর্ণতা দিতে তাঁদের জন্য কোরবানির একটি ছাগল কিনে দিলেন মিম। গত বছরও তাঁদের একটি ছাগল কিনে দিয়েছিলেন মিম।

মিম তাঁর গৃহকর্মী ও চালকের জন্য কেনা ছাগলটির একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন

মিম তাঁর গৃহকর্মী ও চালকের জন্য কেনা ছাগলটির একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, ছাগলটিকে খাওয়াচ্ছেন তিনি।

বিদ্যা সিনহা মিম

আজ মঙ্গলবার দুপুরে জানালেন, ‘ঈদের সময়টায় সাধারণত আমাদের কাজের ব্যস্ততা থাকে অন্য সময়ের চেয়ে বেশি। এই সময়টায় গৃহকর্মী ও চালকেরা আমাদের পাশেই থাকেন। আমাদের সুবিধার কথা চিন্তা করে ঈদের মতো এত বড় একটা উৎসবে তাঁরা পরিবার থেকে দূরে থাকেন। ঈদে বাড়ি যেতে পারেন না বলেই তাঁদের জন্য ছাগল কিনি। যাতে তাঁরা কোরবানি দিতে পারেন। মন খারাপ না থাকে। গতবার যেমন খুশি হয়েছিল, এবারও তাঁরা খুব খুশি। তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে আমিও ভীষণ আনন্দিত।’

মেহেদি হাতে আরেকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন মিম

ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে শামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখন দেখি দিন-রাত আমার পরিবারের সেবা করা মানুষগুলোর মুখে হাসি ফোটে।’

বিদ্যা সিনহা মিম

কথায় কথায় মিম জানালেন, ‘আগে তাঁদের শুধু জামাকাপড় আর টাকা দিতাম। পরে ভাবলাম, কোরবানির ঈদে তো তাঁদের জন্য পশু কিনে দিতে পারলে ভালো হয়। তাঁদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতে ভালো লাগে। মনে প্রশান্তি কাজ করে। এই ইচ্ছা থেকে এবারও তাঁদের জন্য পশু কিনলাম।’ মিমের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁর ভক্তরা। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও বাড়ির গৃহকর্মী এবং চালকের প্রতি তাঁর এই ভালোবাসা দেখানোর বিষয়টি প্রশংসিত হয়।