default-image

নতুন বছরে সিনেমা হলে ছবি মুক্তির খবর নেই বললেই চলে। তবু থেমে নেই ছবি নির্মাণ। নতুন বছরে ‘অ্যাকশন-কাট’ শুরু হয়ে গেছে। করোনা মহামারিতে ঢিমেতালে শুটিং শুরু হলেও ধীরে ধীরে শুটিং ফ্লোরে নামছেন পরিচালকেরা। পাশাপাশি শুটিং শিডিউলও তৈরি করছেন বেশ কিছু পরিচালক।
‘বাংলার ভাবী’ ছবির শুটিং শুরু হয়েছে ৭ জানুয়ারি গাজীপুরের হোতাপাড়ায়। প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে ১২ জানুয়ারি। ছবিটিতে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, মাসুম আজিজ, নবাগত রোমান প্রমুখ। ছবির পরিচালক নূর মোহাম্মদ জানান, চলতি মাসের শেষ দিকে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

১১ জানুয়ারি মানিকগঞ্জে নতুন ছবির শুটিং শুরু করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী। ছবির নাম ‘মুক্তি’। পরিচালক জানান, ২৯ জানুয়ারি পর্যন্ত টানা শুটিং চলবে। তিনি বলেন, ‘এখানে তিন দিন শুটিং করব। এরপর বাকি ২৬ দিন শুটিং করব গাজীপুরে।’
ছবিটির নামভূমিকায় মুক্তি চরিত্রে অভিনয় করছেন রাজ রিপা। তাঁর বিপরীতে ৯ জন নায়ক অভিনয় করছেন। তাঁরা হলেন আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, আমান রেজা, রাশেদ মামুন অপু, তন্ময়, জিলানি, আজাদ আদর, দুর্জয় মামুন ও খিজির হায়াত খান।

default-image

২০ জানুয়ারি শামীম আহমেদ শুরু করবেন ‘বুবুজান’ ছবির শুটিং। প্রথম ধাপে শুটিং হবে পাঁচ দিন। পরিচালক জানান, দুই দিন গাজীপুর ও তিন দিন চাঁদপুরে শুটিং হবে ছবিটির। ছবিটিতে অভিনয় করছেন অরুণা বিশ্বাস, শান্ত খান প্রমুখ। ১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে ‘যোগ্য সন্তান’ ছবির শুটিং। প্রথম ধাপে ১০ দিন শুটিং হবে। ছবির পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘দুই দিন ঢাকাতে কাজ করার পর বাকি শুটিং চাঁদপুরে করার কথা ভাবছি।’
‘যোগ্য সন্তান’ ছবিতে অভিনয় করছেন আলমগীর, সাবেরী আলম, শিবা সানু, নানা শাহ, শান্ত খান প্রমুখ।

বিজ্ঞাপন

‘মাসুদ রানা’ ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ছবির পরিচালক সৈকত নাসির বলেন, ‘২০২০ সালে অন্তত দুবার প্রস্তুত থেকেও শুটিং করতে পারিনি। এবার শিডিউল চূড়ান্ত করেছি। আশা করছি আগামী ১৫ ফেব্রুয়ারি শুটিং শুরু করতে পারব।’
চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙামাটিতে টানা ২০ দিন শুটিং হবে ছবিটির।
‘মাসুদ রানা’ ছবিটি তৈরি হচ্ছে ‘মাসুদ রানা’ গোয়েন্দা সিরিজ অবলম্বনে। ছবিটির চিত্রনাট্য করেছেন কাজী আনোয়ার হোসেন। মাসুদ রানা চরিত্রে রাসেল রানা ও সোহানা চরিত্রে পূজা চেরি অভিনয় করবেন।

default-image

‘অপারেশন সুন্দরবন’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই ছবির কাজ শেষ করেই মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ছবির কাজ শুরু করবেন দীপংকর দীপন। ছবির নামটি এখনো চূড়ান্ত হয়নি।
রায়হান রাফি ‘নূর’ নামে একটি নতুন ছবির শুটিং শুরু করবেন। ১ এপ্রিল শুটিং শুরু হওয়ার কথা। রাফি বলেন, ‘কাজ সব গুছিয়ে এনেছি। ১ এপ্রিল ছবির শুটিং শুরু করতে পারব। ছবির নায়ক চূড়ান্ত। নামটি এখনই বলতে চাইছি না। নায়িকা হিসেবে একজন নতুন মেয়েকে খুঁজছি। আশা করছি এ সময়ের মধ্যে পেয়ে যাব।’

মন্তব্য করুন