বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলতি কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। সমিতির গঠনতন্ত্রের ৮ অনুচ্ছেদের (চ) ধারা অনুসারে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা। সেই হিসেবে আগামী জানুয়ারির মধ্যে সংগঠনটির নির্বাচন করতে হবে। আগামী ৭ জানুয়ারি সমিতির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।
প্যানেল গড়ার তোড়জোড়
দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন ২০২১-২০২৩ মেয়াদি নির্বাচনে লড়তে ভেতরে-ভেতরে দুটি প্যানেল গঠনের প্রস্তুতি চলছে। একটি প্যানেলে রয়েছেন চলতি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান। আরেকটি প্যানেল হতে পারে সাবেক সভাপতি শাকিব খান ও অভিনেত্রী নিপুণের নেতৃত্বে। যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান প্রথম আলোকে জানিয়েছেন, জানুয়ারি মাসের মাঝামাঝি সেখানে তাঁদের নতুন ছবির শুটিং শুরু হবে। এ কারণে নির্বাচন করা সম্ভব হবে না। তবে যদি নির্বাচন পিছিয়ে যায়, তখন বাংলাদেশে ফিরলে হয়তো নির্বাচন করবেন শাকিব খান। এ ব্যাপারে নিপুণ বলেন, ‘আমরা এবার একটি প্যানেল থেকে নির্বাচন করব। অনেকের সঙ্গেই কথা হয়েছে, হচ্ছে। শাকিব খান থাকতেও পারে। গতকাল রাতেও নির্বাচনের ব্যাপারে শাকিবের কাছের কয়েকজনের সঙ্গে বসেছিলাম।’
নির্বাচনে নিতে পারে নতুন মোড়
গতবার মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে তেমন শক্ত অবস্থান না থাকায় ভরাডুবি হয় মৌসুমী-ইলিয়াস কোবরা প্যানেলের। এবারের পরিবেশ কিছুটা ভিন্ন। নতুন একটি পক্ষ মাঠে নেমে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। সেই প্যানেলের নেতৃত্বে আছেন শাকিব খান ও নিপুণ। নতুন চমক হিসেবে বিভিন্ন পদে থাকবেন একঝাঁক তারকা। তালিকায় আছেন ফেরদৌস, রিয়াজ, পূর্ণিমা, নিরব, সাইমন প্রমুখ। নিপুণ বলেন, ‘আমরা একসঙ্গে বসে প্যানেল সাজানো নিয়ে কথা বলেছি। বেশ কয়েকজন জ্যেষ্ঠ তারকা শিল্পীও থাকবেন আমাদের সঙ্গে।’ মিশা-জায়েদ প্যানেলের চলতি কমিটির আন্তর্জাতিক সম্পাদক ইমনও যোগ দিতে পারেন এই প্যানেলে।
মিশা-জায়েদ প্যানেলে এবার কিছুটা পরিবর্তন আসতে পারে। এখানে ঢুকতে পারেন গত নির্বাচনে তাঁদেরই প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মৌসুমী। অন্যদিকে মিশা সওদাগরও প্যানেল পরিবর্তন করতে পারেন বলে সিনেমা পাড়ায় গুঞ্জন উঠেছে। মৌসুমীর ক্ষেত্রেও সেটা ঘটতে পারে। পরাজয়ের পর প্রায় দেড় বছর সমিতিতেই যাননি স্বামী-স্ত্রী ওমর সানি ও মৌসুমী। এমনকি সারা বছর ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন ওমর সানি ও জায়েদ খান। কিন্তু কিছুদিন হলো তাঁদের সম্পর্কের উন্নতি দেখা দিয়েছে। মাস তিনেক আগে সোনার চর–এর শুটিং স্পটে জায়েদের মুখে মৌসুমীর মিষ্টি তুলে দেওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। শিল্পী সমিতির সাম্প্রতিক বেশ কিছু অনুষ্ঠানে মিশা-জায়েদের সঙ্গে দেখা গেছে ওমর সানিকেও। ধারণা করা হচ্ছে, জায়েদের প্যানেলে মৌসুমী সভাপতি প্রার্থী হতে পারেন। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘আমি নির্বাচন করছি না। তবে মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কার সঙ্গে প্যানেল করে প্রার্থী হবে, সেটা এখন বলব না।’ যুক্তরাষ্ট্রে অবস্থানরত মৌসুমীও জানালেন, কী করবেন, সেটা মনে মনে ঠিক করে ফেলেছেন। আর মিশা সওদাগর তাঁর ব্যাপারে গুঞ্জন অস্বীকার করেছেন। এখনই এসব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সদস্যপদ ফেরতে ১৮৪ জনের আইনি লড়াই
২০১৮ সালে সমিতির ১৮৪ জন সদস্যের ভোটাধিকার কেড়ে নেয় মিশা-জায়েদ কমিটি। আসন্ন নির্বাচনের আগে তাঁরা পূর্ণাঙ্গ সদস্যপদ ও ভোটাধিকার ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করেছেন তাঁরা। রিটে স্বাক্ষর করা ১৬ আবেদনকারীর একজন অভিনেতা শান আরাফ বলেন, ‘১ ডিসেম্বর আমরা সমিতির নিবন্ধনকারী প্রতিষ্ঠান সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছি। এরপর গত বুধবার উচ্চ আদালতে রিট করেছি। আশা করছি, দু–এক দিনের মধ্যে শুনানি হবে।’