default-image

গত বছরের ২৬ ডিসেম্বর এই নায়ক তাঁর জীবনের একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। সেই সময় তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছিলেন, তাঁর পরিবারের সদস্য বাড়ছে। তিনি বাবা হতে যাচ্ছেন। ফেসবুকে সুখবরটি জানিয়ে সিয়াম ক্যাপশনে লিখেছিলেন, ‘১০টি ছোট হাতের আঙুল, ১০টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।’ দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম।

default-image

আগামী ঈদুল ফিতরে তাঁর ‘শান’ ছবিটি দেশ ও দেশের বাইরে মুক্তি পাচ্ছে। ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এ ছাড়া তাঁর হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’-এর মতো আলোচিত সিনেমার কাজ।

ঢালিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন