চারজনের প্রার্থিতা বাতিলের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশ সমিতির ৫(৫) ধারার বিধান মোতাবেক উক্ত চারজন ২০২২-২৪ মেয়াদি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বিধায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে।’

তিনি বলেন, ‘২০১৪-১৬ মেয়াদি নির্বাচন নিয়ে আদালতে একটা মামলা হয়েছিল, সে কারণেই এই সিদ্ধান্ত। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, পরপর ছয় বছরের জন্য কেউ নির্বাচিত হলে পরেরবার আর নির্বাচন করতে পারবেন না। পুরো মেয়াদ শেষ হোক বা না হোক, সেটা বিষয় নয়। চারজনের বেলায় সেটাই হয়েছে। তবে মাঝে একবার বিরতি দিয়ে এই প্রার্থীরা আবারও নির্বাচন করতে পারবেন।’

এদিকে ২৮ এপ্রিল পর্যন্ত বাতিল প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন। এ ব্যাপারে মনোনয়ন বাতিল হওয়া খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য ব্যবস্থা নেব। আপিলের ব্যবস্থা আছে। নিয়ম অনুযায়ী আমরা শিগগিরই আপিল করব। আপিলে সমাধান না হলে আমরা উচ্চ আদালতে যাব।’