অপার বিস্ময়ে তাকাই বঙ্গবন্ধু আর ফজিলাতুন্নেছা মুজিবের চোখে: তিশা


নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে লিখেছেন, ‘প্রায় তিন মাস ধরে মুম্বাইয়ে বঙ্গবন্ধু বায়োপিকে কাজ করছি। তার আগে কয়েক মাসের পড়াশোনা আর প্রস্তুতি তো আছেই। তারও আগে ছোটবেলা থেকে এই মানুষটাকে নিয়ে জানাশোনা, আগ্রহ তো আছেই। যত বেশি বুঝতে পারছি, জানতে পারছি, ততই অপার বিস্ময়ে তাকাই বঙ্গবন্ধু আর ফজিলাতুন্নেছা মুজিবের চোখের দিকে। একজন মানুষ কীভাবে একটা ভূখণ্ডের মানুষের ইতিহাস বদলে দিতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উৎকৃষ্ট উদাহরণ। শুভ জন্মদিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!’

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ: সাইমন


একটি ছবি পোস্ট করে সাইমন সাদিক লিখেছেন, ‘হে বন্ধু, বঙ্গবন্ধু। আমরা কেন তোমার মতো আরেকজন নেতা পেলাম না? কেন আমরা আরেকজন দেশপ্রেমিক পেলাম না? কেন আমরা আরেকজন বন্ধু পেলাম না? তোমার জন্যই আমরা আজ অনেক গর্ব আর সম্মানের সঙ্গে বলতে পারি, আমি বাংলাদেশি বাঙালি। ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা এবং ভালোবাসা। তুমি মানেই বাংলাদেশ।’

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে পাস করার পর আমার কেবিনেটসহ হাজির হলাম, যেখানে শায়িত আছেন বঙ্গবন্ধু। শ্রদ্ধা, শ্রদ্ধা এবং শ্রদ্ধা।’