default-image

সাক্ষাৎকারে ওমর সানীর কাছে জানতে চাওয়া হয়, সিনেমার পর্দায় না থাকলেও ফেসবুকে আপনি আছেন। মানুষ যে নানা সময় ট্রল করে আপনাকে নিয়ে, ওগুলো সহ্য করেন কীভাবে? তিনি বলেন, ‘ট্রল কাকে নিয়ে করে না? রুবেল ভাই বিগ সুপারস্টার, তাঁকে নিয়েও করে। মুম্বাইতে শাহরুখকে ও সালমানকে নিয়ে করে। মৌসুমীকে নিয়ে করে—একটু মোটা হয়ে গেলেও ট্রল করে, চিকন হয়ে গেলেও করে। চুল পাকেনি কেন, এটা নিয়েও করে, পাকলেও করে। আমি সরির জায়গায় “চরি” বলে ফেললে সেটি নিয়েও মানুষ ট্রল করে। অনন্ত জলিলকে অহরহ ট্রল করে, আবার তাঁকে ছাড়া কোনো অনুষ্ঠানও হয় না। তাঁর গাড়ির দরজা থেকে স্টুডিওর দরজা পর্যন্ত লাল গালিচা বিছিয়ে তাঁকে আপ্যায়ন করা হয়।’

default-image

ওমর সানী গত শতকের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ‘চাঁদের আলো’ ছবির মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’, ‘কাঞ্চনমালা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ‘দোলা’ ছবিতে প্রথম তিনি মৌসুমীর সঙ্গে অভিনয় করেন। ১৯৯৬ সালের ২ আগস্ট তাঁরা বিয়ে করেন। নায়ক হিসেবে নিজের একটিমাত্র সিনেমা ‘চাঁদের হাসি’ ফ্লপ হওয়ার কথা স্বীকার করে সানী প্রথম আলোকে বলেন, ‘যখন ঢালিউডে আসি, তখন আমি সাধারণ পরিবারের এক তরুণ। বাবা ছিলেন চাকরিজীবী। আর এফডিসি ছিল সুপারহিট সব নায়কে সয়লাব। তাঁদের মধ্যে আমাকে জায়গা করে নিতে হয়েছিল।’

default-image

আগামীকাল রোববার ঢাকার অদূরে পুবাইলে নতুন সিনেমা ‘সুবর্ণভূমি’র শুটিং শুরু করছেন ওমর সানী। এ বছরই ছবিটির মুক্তির সম্ভাবনা রয়েছে। ১৯৮৯ সালে ‘এই নিয়ে সংসার’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে প্রথম ঢালিউডে শুটিং শুরু করেছিলেন সানী। অর্থনৈতিক সংকটে পড়ে ছবিটির কাজ থেমে যায়। পরে মুক্তি পায় ওমর সানি অভিনীত ‘চাঁদের আলো’ ছবিটি।

ঢালিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন