সুযোগ মিললে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী স্বাগতা চলচ্চিত্রেও অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করছেন সরকারি অনুদানে তৈরি চলচ্চিত্র ‘অসম্ভব’–এ।

জিনাত সানু স্বাগতা
ছবি: সংগৃহীত

এই চলচ্চিত্রে তাঁকে চারটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এরই মধ্যে ঢাকার অদূরে মানিকগঞ্জে টানা আট দিন এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন স্বাগতা। শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে তেমনটাই জানালেন স্বাগতা। স্বাগতা অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন অরুণা বিশ্বাস। এই সিনেমায় আরও অভিনয় করছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজি আব্দুন নূর, শাহেদ শরীফ খান, স্বাগতা, জ্যোৎস্না বিশ্বাস প্রমুখ।

‘অসম্ভব’ চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে বেশি কিছু জানাতে না চাইলেও স্বাগতা শুধু এটুকই বললেন, যাত্রাপালার নানা দিক এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। এই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে কয়েকটি যাত্রাপালা নিয়ে। স্বাগতা বললেন, ‘এসব যাত্রাপালার মধ্যে দেবী সুলতানায় আমার চরিত্রের নাম দেবী সুলতানা, মাইকেলে আমি দেবকী, মা-মাটি-মানুষে আদুরি এবং আরেকটি চরিত্রের নাম পুষ্পিতা।

জিনাত সানু স্বাগতা
ছবি: সংগৃহীত

এক চলচ্চিত্রে চার ধরনের চরিত্র পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। একসঙ্গে চার ধরনের চরিত্র পাওয়াটা ভাগ্যেরও ব্যাপার। আমি চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখছি। সবচেয়ে বেশি শিক্ষা যাঁর কাছ থেকে পাচ্ছি, তিনি জ্যোৎস্না বিশ্বাস। আমাদের দেশের যাত্রাপালার একজন কিংবদন্তিতুল্য তিনি, চরিত্রগুলো হয়ে উঠতে তিনি আমাকে নানাভাবে সহযোগিতা করছেন।’

অরুণা বিশ্বাস
ফেসবুক থেকে

এদিকে চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক ও অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস বলেন, ‘অভিনয়শিল্পীরা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করছেন। প্রথমবারের মতো সিনেমা বানাতে এসে বাবার কথা বেশি মনে করছি। মা সার্বক্ষণিক সঙ্গে আছেন। তিনি আমাকে শক্তি ও সাহস জোগাচ্ছেন। চেষ্টা করছি, একটি সুন্দর গল্পের সিনেমা বানাতে। শিল্পী ও কলাকুশলীদের আন্তরিকতা আমাকে সেই কাজটি করতে সহযোগিতা করছে।’

স্বাগতা

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী স্বাগতার প্রথম নায়িকা হিসেবে অভিষেক ঘটে ‘শত্রু শত্রু খেলা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি একে একে অভিনয় করেন ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘ডুব সাঁতার’, ‘ফিরে এসো বেহুলা’, ‘সূচনা রেখার দিকে’, ‘পাপ-পুণ্য’, ‘মানুষের বাগান’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রে।