রকস্টার আফফান

আফফান মিতুল

তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম নির্মাণ করছেন ‘ময়না’। ছবিটিতে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করছেন আফফান মিতুল। এতে তাঁর বিপরীতে আছেন রাজ রিপা। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ১৮ মার্চ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিতুল। শুটিং শুরু হয়েছে ২২ মার্চ থেকে।
প্রথম দিন থেকে আফফান মিতুল সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। ইতিমধ্যে দ্বিতীয় লটের শুটিং চলছে। তিনি সিনেমাটির সেটে আছেন। এই সিনেমায় মিতুলের চরিত্রটির নাম ‘রনি’, তিনি দেশের একজন নামকরা রকস্টার। ‘ময়না’ সিনেমার মাধ্যমেই প্রথমবার আফফান মিতুল আর রাজ রিপা জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। ময়নার গ্রামের কলেজের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে পারফর্ম করতে আসেন রকস্টার রনি। রকস্টারের প্রেমে পড়ে যান ময়না। ‘ময়না’ চরিত্রেই অভিনয় করেছেন রাজ রিপা। সিনেমাটি পরিচালনা করছেন মনজুরুল ইসলাম। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিম উল্যাহ ছবিটির গল্পকার। ছবিতে আফফান মিতুল ও রাজ রিপা ছাড়াও আরও অভিনয় করছেন আমান রেজা, কায়েস আরজু, নাদের চৌধুরীসহ অনেকেই।

নতুন ছবি নিয়ে আফফান মিতুল বলেন, ‘সিনেমাই আমার প্রাণভোমরা, সিনেমা ছাড়া কিছু বুঝি না।’

আফফান মিতুল

তিনি বলেন, ‘প্রায় ছয় মাস ধরেই এই সিনেমায় অভিনয়ের কথা চলছে। আলিম উল্লাহ ভাই আমাকে ‘ময়না’ সিনেমায় অভিনয়ের অফার দিয়ে বললেন, “তোমার হাসি দেখেই আমি তোমাকে ময়না সিনেমার কথা বলছি। তোমার হাসিটাই এই সিনেমায় আমার দরকার।”’ মিতুল আরও বলেন, ‘শুধু এই সিনেমায় অভিনয় করব বলে মাসখানেক আগে ফেসবুকে ঘোষণা দিয়ে নাটক ছেড়েছি, সিনেমাতেই নিয়মিত হতে চাই। আর রকস্টার চরিত্রে আমি প্রথমবার অভিনয় করছি, এই সিনেমায় চমৎকার একটি গান আমার ওপর চিত্রায়িত হচ্ছে, জাজের সিনেমার নায়ক হয়েছি, সব মিলিয়ে আমার স্বপ্নপূরণ হয়েছে।’

১৮ মার্চ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিতুল

২০১৮ সালে রুবেল মাহমুদ পরিচালিত ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় আফফান মিতুলের। এতে মিতুলের বিপরীতে অভিনয় করেছিলেন জাজ মাল্টিমিডিয়ারই দ্বিতীয় সিনেমা ‘অন্যরকম ভালোবাসা’র নায়িকা সারা জেরিন। সম্প্রতি আবু তাওহিদ পরিচালিত ‘আদম’ সিনেমায় অভিনয় করলেন এ তরুণ। এরই মধ্যে ‘আদম’ সিনেমার সম্পূর্ণ শুটিং, এমনকি ডাবিংও শেষ হয়েছে, আর এই ‘আদম’ সিনেমায় ‘মিশন এক্সট্রিম’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী এবং আফফান মিতুল অভিনয় করেছেন স্বামী চরিত্রে।

আফফান মিতুল

সম্প্রতি মিজানুর রহমান মিজানের ‘মুনাফিক’ সিনেমায় তিনি অভিনয় করেছেন নবাগতা শীতলের বিপরীতে। সামনে শুরু হবে সায়মন তারিক পরিচালিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’, সবুজ খানের ‘রজকিনী চণ্ডীদাস’, কাশেম শিকদারের ‘নরসুন্দর’, সাজ্জাদ খানের ‘জিহাদ’ সিনেমাগুলো। এরই মধ্যে চারটি সিনেমার চুক্তিপত্রে সাইন করেছেন আফফান মিতুল। সব কটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলে জানালেন তিনি।