রাঙ্গুনিয়ায় শুরু শ্রীমঙ্গলে শেষ

গত বছরের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা–বাগানে ছবিটির বেশির ভাগ শুটিং

অনেক ঝড়ঝাপটার পর শেষ হলো নিরব-অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’–এর শুটিং। গত বছরের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা–বাগানে ছবিটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুটিং স্থগিত হয়। রোববার শেষ লটে শ্রীমঙ্গলে পাঁচ দিন শুটিং করে ছবিটির দৃশ্যধারণের কাজের পরিসমাপ্তি টানা হয়। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবি দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে মুক্তি পেতে পারে। ছবিটির পরিচালক বন্ধন বিশ্বাস।

শ্রীমঙ্গলে পাঁচ দিন শুটিং করে ছবিটির দৃশ্যধারণের কাজের পরিসমাপ্তি টানা হয়

ছবিতে চা-শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন তিনি। অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। আসলে সময়ও হচ্ছিল না। এবার শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার কারণে বাধ্য হয়ে ওজন কমানোর যুদ্ধ শুরু করি।’

‘ছায়াবৃক্ষ’ ছবির দুই চরিত্রে অভিনেত্রী অপু বিশ্বাস ও নীরব।
ছবি : সংগৃহীত

নিরব এর আগে বেশির ভাগ বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করেছেন। এই প্রথম তিনি একজন চা–বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করলেন। এ বিষয়ে নিরব বলেন, ‘চা–শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাঁদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো শুটিং ভালো হয়েছে। দর্শকরা উপভোগ করবেন।’

‘ছায়াবৃক্ষ’তে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ

নিরব-অপু বিশ্বাস ছাড়াও ‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ। ‘ছায়াবৃক্ষ’–এর দুটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ থেকে উঠে আসা সময়ের দুই তারকা শিল্পী ইমরান-কোনাল এবং কিশোর-আঁখি আলমগীর। আছে ফজলুর রহমান বাবুর গান। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র।

‘ছায়াবৃক্ষ’ ছবির দুই চরিত্রে অভিনেত্রী অপু বিশ্বাস ও নিরব
ছবি : সংগৃহীত