রানী মুখার্জির সঙ্গে কাজ করা হলো না ফেরদৌসের

বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাছবি: প্রথম আলো

ইকবাল দুররানির হিন্দি ছবি ‘মিট্টি’র নায়ক হয়েছিলেন বাংলাদেশের ফেরদৌস—এ কথা সবারই জানা। কিন্তু জানেন কি এই ছবিতে তাঁর নায়িকা হওয়ার কথা ছিল বলিউড তারকা রানী মুখার্জির? ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে চিত্রনায়িকা পূর্ণিমাকে সেই গল্পই শোনালেন চিত্রনায়ক ফেরদৌস।

স্মৃতিচারণা করে ফেরদৌস বলেন, ‘‘‘হঠাৎ বৃষ্টি”র পরে কলকাতায় বেশ কিছু সিনেমায় অভিনয় করি। এর মধ্যে একটা সিনেমা ছিল ‘হারজিত’। আমি আর রচনা ব্যানার্জি। ‘হারজিত’–এর প্রডিউসার ছিলেন বলিউডের বিখ্যাত সেলিম আহমেদ। বলিউডে উনি অনেক বড় বড় সিনেমা করেছেন। এই সেলিম আহমেদ আমাকে বললেন, “আমি একটা হিন্দি সিনেমা বানাব, নাম—মিট্টি। সিনেমার নায়িকা রানী মুখার্জি। রানী ডেট দিলেই আমরা কাজ শুরু করব।” পরে রানী মুখার্জির সঙ্গে আর কাজ করা হয়নি। রানীর জায়গায় রানীর কাজিন সর্বানী মুখার্জিকে নিয়ে কাজ করতে হলো।’

ফেরদৌস আরও বলেন, ‘১৯ দিনের মতো “হারজিত”–এর শুটিং করার পর সবাই কলকাতা ফিরে গেল। শুধু আমি রয়ে গেলাম মুম্বাইয়ে। এরপর “মিট্টি”র শুটিং শুরু করলাম। আমার হিন্দি সিনেমা করায় বাসুদা (বাসু চ্যাটার্জি) খুব খুশি হয়েছিল। বাসুদা, বউদি খুব চেয়েছিল আমি মুম্বাইয়ে থেকে যাই। মুম্বাইয়ে নতুনদের জন্য বড় সমস্যা থাকার জায়গা। বাসুদা বলল তুমি আমার বাসায় থেকে ট্রাই করে দেখতে পারো।

চিত্রনায়ক ফেরদৌস
প্রথম আলো

আমাকে ছেলের মতো দেখত বাসুদা। তুমি যদি না থাকো, তাহলে এখানে আর টিকতে পারবে না। তখন আমার মুম্বাইয়ে থেকে যাওয়া অনেক কঠিন ছিল। কারণ, আমার হাতে তখন বাংলাদেশের অনেক সিনেমা, কলকাতায়ও বেশ কিছু সিনেমা। আমার জন্য মুম্বাই থাকাটা তাই কঠিন ছিল।’

‘বড় মঞ্চের তারকা’য় দিলারা হানিফ পূর্ণিমা

দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশের যেসব তারকা, তাঁদের নিয়েই প্রথম আলোর আয়োজন ‘বড় মঞ্চের তারকা’। হাতিল নিবেদিত এ অনুষ্ঠান প্রথম আলোর অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দিলারা হানিফ পূর্ণিমা।