সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার: নতুন ছবি দিয়ে লিখলেন পরীমনি

দুহাত ভরে মেহেদি পরেছেন পরীমনি
ছবি: সংগৃহীত

পরীমনির কোনো উপলক্ষের দরকার হয় না। মন চাইলেই তিনি হাসেন, কাঁদেন, নিজেকে রাঙান। আজ বাংলা বছরের প্রথম দিন সে রকম একটা দিন। ঘুম থেকে উঠেই পরীমনির ইচ্ছা হলো, মেহেদি পরবেন। দুহাত ভরে মেহেদি পরে তিনি ছবি পোস্ট করেছেন ফেসবুকে।

দুজন শিল্পী পরীমনির হাতে মেহেদি পরিয়ে দেন
ছবি: সংগৃহীত

মেহেদি পরা দুই হাতের ছবির সঙ্গে পরীমনি পোস্ট করেছেন মেহেদি পরিয়ে দেওয়া দুই বন্ধুর ছবিও। সঙ্গে লিখেছেন, ‘ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। ঘুম থেকে উঠে মনে হলো, আজ দুহাত ভরে মেহেদি পরা যায়! শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কত দিন। এ জন্য তো এখন নেহা আপুকে চাই। তাঁর সঙ্গে আমার হ্যালো হয়েছিল চার বছর আগে জিমির মাধ্যমে। সেই থেকে মেহেদি পরব পরব করে আজ পরতে পারলাম!’

বাঁ হাতের তালুতে স্বামীর নাম লিখেছেন মেহেদি দিয়ে
ছবি: সংগৃহীত

মেহেদি পরানোর সময় বেশ নড়াচড়া করছিলেন পরীমনি, নিজেই সে কথা লিখেছেন। তবে সেই অস্থিরতার জন্য আহ্লাদ করে নিজের অনাগত সন্তানের কাঁধে দোষ চাপালেন। লিখেছেন, ‘মেহেদি পরা যে এত কঠিন, ধৈর্যের ব্যাপার, বিশ্বাস করো নেহা আপু, আমি বুঝতেই পারিনি। যদিও একটু বুঝতে পারতাম... বাবা রে তোমাদের ধৈর্যের কথা চিন্তা করে নিজে একটু সান্ত্বনা পাই। অনেক জ্বালিয়েছি তোমাদের। সরি, এত বেশি নড়াচড়া করি না কিন্তু আমি। সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার।’

পরীমনি
ছবি: সংগৃহীত

মার্চ মাসে মুক্তি পায় ঢালিউড তারকা পরীমনি অভিনীত শেষ ছবি ‘গুণিন’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন স্বামী শরিফুল রাজ। ‘গুণিন’–এর শুটিং সেটেই রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরে তাঁরা বিয়ে করেন। পরীমনি অভিনীত একগুচ্ছ ছবি এখনো শুটিং শেষ করার অপেক্ষায়।