চারদিকে বিস্তীর্ণ জলরাশি। মধ্যে দূরে দূরে দ্বীপের মতো ভেসে থাকা একটি–দুটি বাড়ি। পানির মধ্যে কোথাও কোথাও সারি সারি গাছ। পানির ওপর উজ্জ্বল রোদের খেলা। এমনই পরিবেশে একটি গানের শুটিংয়ে অংশ নিলেন পূজা চেরি ও এ বি এম সুমন। আর এ গানের মধ্য দিয়েই শেষ হলো হৃদিতা ছবির সব শুটিং।

পূজা চেরি

মঙ্গলবার বিকেলে মুঠোফোনে পূজা চেরির সঙ্গে যখন কথা হয়, তখন তিনি শুটিং শেষ করে ফিরছিলেন। ফোনের ওপাশ থেকে চিৎকার করে বলছিলেন, ‘হাওরের একেবারে মাঝখানে শুটিং হয়েছে। কী যে সুন্দর জায়গা!’

লোকেশনটি তাঁর খুব প্রিয়। লোকেশনটি নিয়ে দুঃখের একটা স্মৃতিও ভাগ করলেন পূজা, ‘বছর তিনেক আগে একটি ছবির গানের শুটিং করতে এই হাওরে এসেছিলাম। একটি ঘটনার কারণে শেষ পর্যন্ত শুটিং করা হয়নি। ফিরে যেতে হয়েছিল। এত সুন্দর জায়গায় শুটিং না করতে পেরে সেবার খুব মন খারাপ হয়েছিল। শেষ পর্যন্ত এবার আমার প্রিয় জায়গায় শুটিং করতে পারলাম।’

গানের শুটিংয়ে পূজা চেরি ও এ বি এম সুমন

হৃদিতা নিয়ে পূজার অনেক স্মৃতি, ‘এটি আনিসুল হকের উপন্যাসের গল্প। নাম ভূমিকায় আমি অভিনয় করলাম। হৃদিতা চরিত্রটি শান্ত, নরম ও আবেগী। এমন চরিত্রই আমার পছন্দ। সব মিলে হৃদিতা আমার কাছে বড় পাওয়া।’

সুনামগঞ্জ থেকে ঢাকায় ফিরেই আজ টাঙ্গাইল ছুটবেন পূজা চেরি। মহেরা জমিদারবাড়িতে এস এ হক অলীকের গলুই ছবির শুটিং হবে। সেখানে দুদিন কাজ করে যাবেন জামালপুর।

‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরী
কোলাজ : প্রথম আলো

ছবিতে মালা চরিত্রে অভিনয় করছেন পূজা। তাঁর নায়ক শাকিব খান। নায়িকা হিসেবে এবারই প্রথম তাঁর বিপরীতে অভিনয় করবেন তিনি।
চলচ্চিত্রজীবনে প্রথম অভিনয় শাকিব খানের সঙ্গেই। সেই শিশুকালে ২০০৯ সালে। মনের ঘরে বসত করে ছবিতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন পূজা। এরপর শিশুশিল্পী হিসেবে সন্তানের মত সন্তান, ডন নম্বর ওয়ান, মাই নেম ইজ খান প্রভৃতি ছবিতে অভিনয় করেন।

একসময় শিশুশিল্পী হয়ে যাঁর সঙ্গে অভিনয় করেছেন, তাঁর নায়িকা হতে কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে পূজা চেরি বলেন, ‘ছোটবেলায় তাঁর সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। বড় হয়ে তাঁরই নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছি। ঘটনাটি বেশ মজারও।’

সুনামগঞ্জের হাওরে পূজা

গলুই ছবির গল্প সম্পর্কে পরিচালক জানান, গ্রামীণ বিভিন্ন উৎসব আয়োজনের পটভূমিতে একটি ছেলে ও একটি মেয়ের সাধারণ প্রেমের গল্প আছে।
গতকাল বুধবার থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। অক্টোবরের শেষ পর্যন্ত টানা শুটিং হবে, জানালেন পরিচালক।
হৃদিতা ও গলুই দুটিই বাংলাদেশ সরকারের অনুদানের ছবি। হৃদিতার পরিচালক ইস্পাহানি আরিফ জাহান জানালেন, এখন ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।