হঠাৎই তৌসিফকে দেখে কেঁদে ফেলেন ওই ভক্ত
ছবি: তৌসিফ মাহবুবের সৌজন্যে

২০১৮ সালে উত্তরায় প্রিয় তারকা তৌসিফ মাহবুবকে দেখতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়ে ফোনসহ সবকিছু হারান মো. ইমন খান। ফ্যান পেজ থেকে ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার সেই ঘটনা জানতে পারেন অভিনেতা তৌসিফ। ওই দিন ভক্ত ইমনের সঙ্গে ভিডিও কলে অনেকক্ষণ কথা বলেন। তাঁদের দুজনের কথোপকথনের ভিডিও তৌসিফের ফেসবুকে প্রকাশিত হয়েছে গতকাল সোমবার।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সেই ভক্ত ইমনের নারায়ণগঞ্জের কাশিপুরের খিল মার্কেটের বাসায় ছুটে গেলেন তৌসিফ। ভক্তের জন্য সঙ্গে নিয়ে গেলেন একটি স্মার্টফোন। তৌসিফের যাওয়ার খবর আগে থেকে জানতেন না ইমন। হঠাৎই তৌসিফকে দেখে কেঁদে ফেলেন ওই ভক্ত।

তৌসিফ বলেন, ‘আমি বাসার বাইরে দাঁড়িয়ে ছিলাম। আমার আরেক ভক্ত রাজিবকে ইমনের বাসায় পাঠাই। রাজিব তাকে বের করে আনে। আমার মুখে মাস্ক ছিল, প্রথমে ইমন আমাকে চিনতে পারেনি। মাস্ক খুললে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। একসময় কেঁদে জড়িয়ে ধরে আমাকে। থামছিলই না তার কান্না।’
এরপর তৌসিফ তাঁর হাতে ফোনটি তুলে দিতে চাইলে প্রথমে নিতে চাননি ওই ভক্ত। তৌসিফ বলেন, ‘ইমন ফোন নিতে চায়নি। তার কথা, ফোন লাগবে না তার। আমি তার বাসায় গেছি, এটাই তার জীবনের বড় পাওয়া। প্রথমে সে ফোন নিতেই চায়নি। অনেক বুঝিয়েসুঝিয়ে তাকে ফোনটি দিয়েছি।’

তৌসিফ তাঁর হাতে ফোনটি তুলে দিতে চাইলে প্রথমে নিতে চাননি ওই ভক্ত
ছবি: তৌসিফ মাহবুবের সৌজন্যে

প্রায় এক ঘণ্টা ইমনের বাসায় ছিলেন তৌসিফ। ইমনের মা, বোন সবার সঙ্গে গল্প করেছেন, ছবি তুলেছেন। তৌসিফ বলেন, ‘ইমনের মা পায়েস রান্না করে খাইয়েছেন আমাকে। তার মা আমার জন্য অনেক দোয়া করেছেন।’

তৌসিফ বলেন, ‘অনেক সময় শুনি, ভক্তরা যখন প্রিয় তারকার সামনে যান, তখন তাঁরা অনেক নার্ভাস থাকেন। এবার ভক্তের বাড়িতে যাওয়ার সময় আমার অনেক নার্ভাস লাগছিল। আসলে ভক্তের বাড়িতে যাওয়া বা কোনো কিছু উপহার দিয়ে তাঁদের প্রতি ঋণ শোধ করা সম্ভব নয়।’

ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে তৌসিফ
ছবি: তৌসিফ মাহবুবের সৌজন্যে

হঠাৎ প্রিয় অভিনেতাকে নিজ বাড়িতে কাছে পেয়ে যারপরনাই আনন্দিত ইমন। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে ইমন জানান, নারায়ণগঞ্জের বাড়িতে শুয়ে ছিলেন তিনি। অভিনেতা তৌসিফের ফেসবুক ফ্যান পেজের অ্যাডমিন রাজিব ভাই তাঁর বাসায় আসেন। কথা বলছিলেন। এরপর বাইরে এসে ইমন দেখেন, মাস্ক পরা একজন মানুষ দাঁড়িয়ে। প্রথমে চিনতে পারেননি ইমন। বলেন, ‘মাস্ক খুলে আমাকে ইমন বলে ডাক দিয়েছে। ঘুরে দেখি তৌসিফ ভাই। আমি বিশ্বাস করতে পারছিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না।’

ইমন বলেন, ‘জানতাম উত্তরায় শুটিং হয়। ভাড়ার টাকা জোগাড় করতে পারলেই উত্তরায় ছুটে যেতাম। যে মানুষের জন্য আমি পাঁচ বছর উত্তরার পথে পথে ঘুরেছি, সেই মানুষ এত দূরে আমার বাসায় চলে এসেছেন। আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি শুধুই কেঁদেছি।’

তৌসিফ মাহবুব
ছবি সংগৃহীত

ইমন জানান, প্রিয় অভিনেতার কাছ থেকে ফোন পেয়ে যত না খুশি হয়েছেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে। ইমন বলেন, ‘ফোন আমার কাছে বড় ব্যাপার নয়। আর আমি ফোন তাঁর কাছে চাইনি। তিনি আমার বাড়িতে এসেছেন, এতেই আমি ধন্য। আনন্দে ভরে গেছে আমাদের বাড়িটা। আমাদের বাড়িতে তৌসিফ ভাইয়ের আসার ঘটনা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে।’