এস এম সোলায়মান স্মারকানুষ্ঠান আজ
নাট্যকার, নির্দেশক এস এম সোলায়মানের ২০তম প্রয়াণ ও ৬৮তম জন্মদিবস উপলক্ষে স্মারকানুষ্ঠানের আয়োজন করেছে থিয়েটার আর্ট ইউনিট। শুক্রবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘এস এম সোলায়মান স্মারকানুষ্ঠান-২০২১’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে।
অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক রতন সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটক আমিনা সুন্দরী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমিনুর রহমান মুকুল ও সাইদুর রহমান লিপন। সভাপতিত্ব করবেন সেলিম মাহবুব। সঞ্চালনা করবেন চন্দন রেজা ও ফেরদৌস আমিন বিপ্লব।
১৯৫৩ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এস এম সোলায়মান। বিশ্ববিদ্যালয় জীবনে নাট্যচর্চায় যুক্ত হন এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনে ভূমিকা রাখেন। মাত্র ৪৮ বছরের জীবনে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দফা সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। কালান্তর, পদাতিক নাট্য সংসদ, ঢাকা পদাতিক, অন্যদল ও থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ৩০টির বেশি নাটক রচনা, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন।