ঢাকার মঞ্চে আজ যুক্ত হচ্ছে আরেকটি নতুন নাটক। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘জনকের মৃত্যু নেই’। আবদুল হালিম আজিজের লেখা, স্মরণ কুমার সাহা নির্দেশিত নাটকের কাহিনি গড়ে উঠেছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’কে আশ্রয় করে। নাটকটি আনছে ঢাকা জেলা শিল্পকলা একাডেমি।

নাটকটি আনছে ঢাকা জেলা শিল্পকলা একাডেমি।

নাটকের নির্দেশক স্মরণ কুমার সাহা বলেন, ‘নাটকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন, আত্মত্যাগ, আমাদের মহান স্বাধীনতা, ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ড, ইনডেমনিটি অধ্যাদেশসহ নানা বিষয় উপস্থাপন করা হয়েছে। যার মধ্য দিয়ে নতুন প্রজন্ম নতুন করে বঙ্গবন্ধুকে জানতে পারবে বলে আমার বিশ্বাস।

আবদুল হালিম আজিজের লেখা, স্মরণ কুমার সাহা নির্দেশিত নাটকের কাহিনি গড়ে উঠেছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’কে আশ্রয় করে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে মঞ্চস্থ হচ্ছে নানা নাটক। এরই ধারাবাহিকতায় মঞ্চায়িত হবে এ নাটকটি।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিম উদ্দিন, রফিকুল ইসলাম, সজিব ঘোষ, বিধান বিশ্বাস, আরিফ ফারহান খান, পল্লব সরকার, শেখ ফিরোজ, শ্রাবণ সূত্রধর, শ্রেয়া সাহা, আশরাফুন্নেচ্ছা বর্ষা প্রমুখ।