অনেকে পারেন, আমি পারি না

সুনেরাহ্‌ বিনতে কামালইনস্টাগ্রাম
২০১৯ সালে অভিষেক ছবি ‘ন ডরাই’ দিয়েই বাজি মাত করেন সুনেরাহ্‌ বিনতে কামাল। ওই বছরই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেন। একটু ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছিলেন এই অভিনেত্রী। প্রায় দুই বছর পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘অন্তর্জাল’। সুনেরাহ জানালেন, ২৪ জুন থেকে শুটিংয়ের কথা আছে। হাতে আছে আরও কয়েকটি চিত্রনাট্য। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

প্রশ্ন :

অন্তর্জাল ছবিতে অভিনয়ের কথা আগে থেকেই শোনা যাচ্ছিল। কবে চুক্তিবদ্ধ হলেন?

বৃহস্পতিবার রাতে চুক্তিবদ্ধ হয়েছি। দু-তিন মাস আগে ছবির পরিচালকের সঙ্গে কথা হয়েছিল। সে সময় ছবির গল্প শুনেছিলাম। এরপর চিত্রনাট্য হাতে পাই। পড়ে চরিত্র পছন্দ হয়েছে। আমার চরিত্রের নাম প্রিয়ম।

সুনেরাহ্‌ বিনতে কামাল

প্রশ্ন :

ছবিতে প্রিয়ম চরিত্রটি ফুটিয়ে তোলার কতটুকু সুযোগ আছে?

গল্পে আমার বয়স বাস্তবের চেয়ে কম দেখানো হয়েছে। বুয়েটের ছাত্রী। রোবট ভালোবাসে। চরিত্রটির কোথাও কোথাও আমার জীবনের সঙ্গে মিল আছে। আমার কাছে মনে হয়, গল্পের চরিত্র যদি একেবারেই ভিন্ন রকমের হয়, তাহলে কাজটি তুলে আনা সহজ হয়, চ্যালেঞ্জ নিয়ে কাজ করা যায়। তবে প্রিয়ম চরিত্রটি করতে খুব বেশি বেগ পেতে হবে না। বিশ্বাস আছে, ক্যামেরার সামনে দাঁড়ালেই ভালো কাজ হবে। আমার কাছে দর্শকের প্রত্যাশা একটু বেশি। এ জন্য একটু চাপও আছে। অনেক দিন পর সিনেমায় কাজ করতে যাচ্ছি। ভয়ও পাচ্ছি।

সুনেরাহ্‌ বিনতে কামাল

প্রশ্ন :

প্রথম ছবি ‘ন ডরাই’-এর শুটিংয়ের আগে দীর্ঘ সময় প্রশিক্ষণ নিতে হয়েছিল। এই ছবির জন্য কতটুকু প্রস্তুতি নিতে হচ্ছে?

ভালোভাবেই নিতে হচ্ছে। ‘ন ডরাই’ ছবিতে ফিজিক্যাল প্রশিক্ষণ নিয়েছিলাম। ‘অন্তর্জাল’-এ মানসিক প্রস্তুতি নিতে হচ্ছে। পড়াশোনা করতে হচ্ছে। সেই কাজই এখন করছি। এই যে এখন ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়েই চরিত্র নিয়ে বসে যাব।

চুক্তি স্বাক্ষর পর্বে বাঁ থেকে শাহ আমির খসরু,সাদেকুল আরেফিন, সুনেরাহ্‌ বিনতে কামাল এবং দীপংকর দীপন

প্রশ্ন :

‘ন ডরাই’ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এই ছবি নিয়ে প্রত্যাশা কী?

প্রথমত, ‘ন ডরাই’ করার সময় ছবিটি মানুষ দেখবে কি না, এই ছিল চিন্তা। একটা বড় চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছিলাম। প্রচুর শ্রম দিয়েছিলাম। ছবিটি মুক্তির পর সবার ভালোবাসায় সফলও হয়েছি। সেই বিবেচনায় জেনেবুঝেই ছবিটি হাতে নিয়েছি। বিষয়বস্তুও ভিন্ন। আমাদের সিনেমায় এ ধরনের গল্প নিয়ে কাজ হয় না।

প্রশ্ন :

ঢাকায় দেখা যায় একজন শিল্পী একটি কাজ শেষ না করতে করতে আরেক ছবিতে ঢুকে যান। আপনি ব্যতিক্রম। দীর্ঘ সময় পার করে দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন। কেন?

একটি ছবিতে কাজ করতে করতে আরেকটা ছবিতে কাজ শুরু করা আমার পছন্দ নয়। অনেকে পারেন, আমি পারি না। যখন যে চরিত্র করি, বাস্তবসম্মত করে তোলার চেষ্টা করি। অন্য চরিত্রের চাপ মাথায় নিতে পারি না। এ কারণে প্রায় দুই বছর পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলাম।

প্রশ্ন :

নতুন আর কোনো চিত্রনাট্য হাতে আছে?

পাঁচ-ছয়টা আছে। তার মধ্যে তিনটি পছন্দ হয়েছে। তিনটির একটি ‘অন্তর্জাল’। এই ছবির কাজ পুরোপুরি শেষ করে পর্যায়ক্রমে ওই দুটির কাজ করব।

সুনেরাহ্‌ বিনতে কামাল

প্রশ্ন :

ওটিটি প্ল্যাটফর্মে দেশীয় ওয়েব সিরিজের পাশাপাশি ওয়েব ফিল্মেরও বাজার তৈরি হচ্ছে।

এটি অবশ্যই আমাদের সিনেমার জন্য একটি ইতিবাচক দিক। ওটিটি দুনিয়াতে আমাদের সিনেমা স্থান পাচ্ছে। এতে পৃথিবীর যেকোনো জায়গায় বসে আমাদের সিনেমা দেখার সুযোগ তৈরি হচ্ছে। এখন তো মানুষ ঘরে বসেই সিনেমা দেখছেন। দেখতে স্বাচ্ছন্দ্য বোধও করছেন। ওটিটির কল্যাণে আমাদের এখানে তরুণ পরিচালকদের কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। তাঁরা ভালো ভালো কাজ করছেন। তবে অন্যান্য দেশের চেয়ে আমাদের ওটিটির জায়গাটা এখনো অনেক দুব৴ল। আরও আগে থেকেই আমাদের এই জায়গা শক্তিশালী করার দরকার ছিল।

সুনেরাহ্‌ বিনতে কামাল