সময় যত যায়, শিল্পী তত পাকে
ঈদ করলেন কোথায়?
ঢাকায়।
এখন কোথায়, কী করছিলেন?
পুবাইলে, ঈদের জমজ নাটকের শুটিং করছি।
এখন ঈদের নাটকের শুটিং! এটা সম্পাদনা হবে কখন, প্রচার হবে কখন?
আগেই শিডিউল করা ছিল। ঈদের অনুষ্ঠানের শেষের দিকে দেখানো হবে। এভাবে শিডিউল করার অন্য কারণ রয়েছে। নাটকের গল্পটা নিয়ে আমরা স্যাটিসফাইড ছিলাম না। ভালো গল্প পেয়ে পরে কাজে নামলাম।
নিজের ঈদের কাজগুলো দেখার সুযোগ পেয়েছিলেন?
না। তবে ভালো সাড়া পাচ্ছি। যেমন আশ্রয়, বাকি খোর, বাদশা আলমগীরের লটারি নাটকগুলো নিয়ে কথা বলছে অনেকে। বিহাইন্ড দ্য পাপ্পি নিয়ে তো আমি খুবই খুশি।
আপনার এই খুশি হওয়ার কারণ কী?
আসলে গল্পটা গল্প হয়ে উঠলেই অভিনয় করতে মজা লাগে। এবারের প্রায় সবগুলো নাটকের গল্প ভালো ছিল।
নাটক নিয়ে আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম। আপনার কী মনে হয় আবারও আমরা আশাবাদী হয়ে উঠতে পারি?
আমার মনে হয় পারি। আমি সব সময় বলে আসছি, কর্মপরিবেশটা ঠিক হওয়া দরকার। গল্পটা ঠিকমতো তৈরি, শুটিংয়ের প্রয়োজনীয় বাজেট দেওয়া এবং সবার সততা নিশ্চিত করা গেলেই নাটকের সুদিন আবার ফিরে আসবে। ইতিমধ্যে ফিরতে শুরু করেছে। বাজেট নিয়ে কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে গত ১০ বছর। আমি এখন আর কম্প্রোমাইজ করছি না। এটা তো নাটক, বানাতে টাকা লাগবে। টাকা লাগলে টাকা দিতে হবে।
নাটকের সংগঠনগুলো কি তৎপর?
হ্যাঁ। তারা কাজ করছে। এখন যে নাটক ভালো হচ্ছে, এর পেছনে তাদের কিছু অবদান আছে।
সংগঠন কি নাটক নির্মাণের মতো সৃজনশীল কাজে ভূমিকা রাখতে পারে?
অনেকগুলো শিল্পী সংগঠিত হয়েই আমরা নাটক করি। লেখক, পরিচালক, মেকআপ আর্টিস্ট সবাই মিলে সংগঠিত হয়েই করি। তাহলে নাটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সংগঠন কেন এ কাজে ভূমিকা রাখতে পারবে না?
তরুণদের মধ্যে ভবিষ্যতে ভালো করবে এ রকম কয়েকজনের কথা বলতে পারবেন?
অভিনয়ে তরুণদের সম্ভাবনা নিয়ে বলার মতো পর্যায়ে আমি পৌঁছাইনি। তবে এটা বলতে পারি, আর্ট মানে এর ভেতরে দীর্ঘ বসবাসের ব্যাপার। সময় যত যায়, শিল্পী তত পাকে।
আপনি যে এত চাপ নিয়ে কাজ করেন, আপনার শিল্পীসত্তা ক্ষতিগ্রস্ত হয় না?
এই ঈদে সময় নিয়ে বেছে কাজ করেছি।
শেষ তিন প্রশ্ন
আপনার পছন্দের অভিনেতা কারা?
আলী যাকের, আবুল হায়াত, তারিক আনাম খান ও খালেদ খান।
নারীদের মধ্যে?
ফেরদৌসী আপা, সুবর্ণা আপা ও অপি করিম।
বিদেশি কোন নায়িকার সঙ্গে অভিনয়ের স্বপ্ন আছে?
কেট উইন্সলেট।