বার্লিনে চলচ্চিত্র পুরস্কার

১ / ৮
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠান সারি করে সাজানো হয়েছে পদকগুলো। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠান সারি করে সাজানো হয়েছে পদকগুলো। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
২ / ৮
‘ফাশ’ ছবির সিলভার বিয়ার গ্র্যান্ডজুরি প্রাইজ অর্জন করেছেন পরিচালক ও চিত্রনাট্যকার মালগোজাতা শুমস্কা। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
‘ফাশ’ ছবির সিলভার বিয়ার গ্র্যান্ডজুরি প্রাইজ অর্জন করেছেন পরিচালক ও চিত্রনাট্যকার মালগোজাতা শুমস্কা। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৩ / ৮
পোশাক ও প্রোডাকশন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য সিলভার বিয়ার অর্জন করেছেন এলেনা ওকোপনায়া। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
পোশাক ও প্রোডাকশন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য সিলভার বিয়ার অর্জন করেছেন এলেনা ওকোপনায়া। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৪ / ৮
‘লা প্রিয়ের’ ছবিতে মাদকাসক্তের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে সিলভার বিয়ার পেয়েছেন অভিনেতা অ্যান্টোনি বাখোন। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
‘লা প্রিয়ের’ ছবিতে মাদকাসক্তের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে সিলভার বিয়ার পেয়েছেন অভিনেতা অ্যান্টোনি বাখোন। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৫ / ৮
চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদক ও প্রযোজক আদিনা পিনটিলিয়ে সেরা চলচ্চিত্র বিভাগে ‘টাচ মি নট’ ছবির জন্য অর্জন করেছেন গোল্ডেন বিয়ার। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদক ও প্রযোজক আদিনা পিনটিলিয়ে সেরা চলচ্চিত্র বিভাগে ‘টাচ মি নট’ ছবির জন্য অর্জন করেছেন গোল্ডেন বিয়ার। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৬ / ৮
‘আয়ল অব ডগস’ ছবির সুবাদে ওয়েস আন্ডারসন পেয়েছেন সেরা পরিচালকের স্বীকৃতি। তাঁর পক্ষে সিলভার বিয়ার নিয়েছেন বিল মুরে। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
‘আয়ল অব ডগস’ ছবির সুবাদে ওয়েস আন্ডারসন পেয়েছেন সেরা পরিচালকের স্বীকৃতি। তাঁর পক্ষে সিলভার বিয়ার নিয়েছেন বিল মুরে। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৭ / ৮
‘লাস হেয়ারদেরাস’ ছবির জন্য পরিচালক ও চিত্রনাট্যকার মার্সেলো মার্টিনেসি অর্জন করেছেন আলফ্রেন্ড বাওয়া প্রাইজ। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
‘লাস হেয়ারদেরাস’ ছবির জন্য পরিচালক ও চিত্রনাট্যকার মার্সেলো মার্টিনেসি অর্জন করেছেন আলফ্রেন্ড বাওয়া প্রাইজ। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৮ / ৮
‘লাস হেয়ারদেরাস’ চলচ্চিত্রের জন্য অভিনেত্রী এনা ব্র সেরা অভিনেত্রী বিভাগে পেয়েছেন সিলভার বিয়ার। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
‘লাস হেয়ারদেরাস’ চলচ্চিত্রের জন্য অভিনেত্রী এনা ব্র সেরা অভিনেত্রী বিভাগে পেয়েছেন সিলভার বিয়ার। বার্লিন, জার্মানি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স