১৪ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে হয়। বিয়ের পর বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একের পর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন। বেঙ্গালুরুর সংবর্ধনার পর বুধবার রাতে মুম্বাইতে হয়ে গেল গণমাধ্যম সংবর্ধনা। গ্র্যান্ড হায়াত হোটেল, মুম্বাই, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
সব সংবর্ধনা অনুষ্ঠানে সবার শুভকামনা ও ভালোবাসা কুড়িয়েছেন বলিউড জুটি নবদম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গ্র্যান্ড হায়াত হোটেল, মুম্বাই, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
মুম্বাইয়ে সংবর্ধনার দ্বিতীয় পর্বে এসেছিলেন দুই তারকার পরিবার ও আত্মীয়রাও। গত শনিবার মুম্বাইয়ে প্রথম সংবর্ধনা অনুষ্ঠান হয়। গ্র্যান্ড হায়াত হোটেল, মুম্বাই, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
দীপবীরের বিয়ের পর তাঁদের প্রথম সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রণবীরের বোন ঋতিকা ভাবনানি। ছবি: রয়টার্স
দীপবীরের সংবর্ধনা আরও বাকি আছে। মুম্বাইয়ের সেই পর্ব আগামী ১ ডিসেম্বর গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত হবে। ছবি: রয়টার্স
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে