প্রোফাইল ছবি ছাড়া জোয়ি ক্র্যাভেজের ইনস্টাগ্রামে এখন রয়েছে এই একটি ছবি

ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছেন মার্কিন অভিনেত্রী জোয়ি ক্র্যাভেজ। পারলে হয়তো ভক্তদের মন থেকেও নিজের সব ছবি মুছে দিতেন। জোয়ি চান, সবাই তাঁকে নতুন রূপে দেখুক। পেছনের সবকিছু ভুলে গিয়ে তাঁর পরিচয় হোক ক্যাটওম্যান ওরফে সেলিনা কাইল। সব ছবি মুছে চরিত্রের একটি ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী।

‘দ্য ব্যাটম্যান’ ছবিতে ক্যাটওম্যান চরিত্রে অভিনয় করেছেন জোয়ি। পোস্ট করা ছবিতে ক্যাটওম্যানের পোশাক নয়, বরং সাধারণ বেশে হাজির হয়েছেন তিনি। সেখানে হাতকাটা গেঞ্জি পরা পেটা শরীরের জোয়ির কাঁধ পর্যন্ত চুল, চোখে কড়া কাজল। ছবির পরিচালক ম্যাট রিভসও ব্যাটম্যানের পোস্টার শেয়ার করেছেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন।

সম্প্রতি জোয়ি জানিয়েছেন, ক্যাটওম্যান চরিত্রের জন্য বেশ কষ্টকর সব প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। এ জন্য প্রায় দুই মাস লন্ডনে থাকতে হয়েছে। গড়ন ঠিক করা, মারপিট শেখাসহ নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এক পডকাস্টে তিনি বলেন, ‘আমি কিন্তু এখন মারপিট জানি।’

এসব কীর্তিকাণ্ডে ছবির ব্যাটম্যান প্যাটিনসন রীতিমতো বিরক্ত। ভাবতেই পারেননি, বিষয়টিকে এত বাস্তবসম্মত করে তোলা হবে। তিনি এ কর্মকাণ্ডকে স্রেফ পাগলামি বলে ছেড়েছেন। তিনি বলেন, ‘এটা তো রীতিমতো পাগলামি। জীবনেও ভাবিনি চরিত্রটাকে এত বাস্তবসম্মত করে তোলা হবে। আমি এখনো জানি না যে কীভাবে কাজটা করলাম।’

ক্যাটওম্যান চরিত্রে জোয়ি

ছবিতে প্যাটিনসন, জোয়ি ছাড়া আরও অভিনয় করেছেন পল ড্যানো, কলিন ফ্যারেল, অ্যান্ডি শেরকিস, জেফরি রাইট, জন তারতুরো প্রমুখ। আগামী বছরের মার্চ মাসে মুক্তি পাচ্ছে ‘দ্য ব্যাটম্যান’।