বিবিসির চোখে ২১ শতকের সেরা টিভি সিরিজ
আছে ১০ বিদেশি সিরিজ
২১ শতকের সেরা টিভি সিরিজ কী—৪৩টি দেশের ২০৬ জন টিভি বিশেষজ্ঞের কাছে জানতে চেয়েছিল বিবিসির কালচার বিভাগ। তাদের পাওয়া উত্তর নিয়ে ১০০টি টিভি সিরিজের তালিকা করা হয়।
এই তালিকায় ইংরেজির বাইরে অন্য ভাষার ১০টি সিরিজও আছে। আছে সুইডিশ ‘দ্য ব্রিজ’, ডেনিশ ‘বোরগেন’ ও ‘দ্য কিলিং’, স্প্যানিশ ‘মানি হাইস্ট’, ফ্রেঞ্চ ‘দ্য ব্যুরো’ ও ‘কল মাই এজেন্ট!’, ইতালিয়ান ‘দ্য ইয়াং পোপ’, জার্মান ‘ডার্ক’ ও ‘ব্যাবিলন বার্লিন’ এবং আইরিশ ‘নরমাল পিপল’।
ডেনমার্ক ও সুইডেনের সীমান্তবর্তী একটি ব্রিজে পাওয়া যায় একটি লাশ। ডেনিশ ও সুইডিশ পুলিশ মিলে হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা করে। সুইডিশ ও ডেনিশ ভাষার এই সিরিজ দেখানো হয়েছে বিশ্বের ১০০টি দেশে। বেস্ট ইউরোপিয়ান ড্রামা সিরিজ হিসেবে এটি দুবার পুরস্কার জেতে।
তালিকায় আছে ডেনিশ পলিটিক্যাল টেলিভিশন সিরিজ 'বোরগেন'। সিরিজটিতে দেখানো হয়েছে এক নারীর সংগ্রাম। কী করে সাধারণ এক নারী রাজনীতিবিদ সব প্রতিকূলতাকে উপেক্ষা করে ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। মনে করা হয়, ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হেলে থর্নিং স্মেটের জীবনকে উপজীব্য করে তৈরি করা হয়েছে সিরিজটি।
আছে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’। স্প্যানিশ ভাষায় ‘লা কাসা দে পাপেল’ নামের সিরিজটির কেন্দ্রে আছে ব্যাংক ডাকাতি। স্পেনের টাকশালে টাকা ছাপিয়ে সেই টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে প্রফেসর। তার একটি দলও আছে। টাকশালে তো আর সহজে ঢোকা যাবে না। বাইরে আছে কড়া পুলিশি পাহারা। অন্যদিকে তাদের ধরতে মরিয়া পুলিশ। এমন টান টান উত্তেজনার গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। জনপ্রিয়তার পাশাপাশি সিরিজটি এমি অ্যাওয়ার্ডে বেস্ট ড্রামা সিরিজের পুরস্কার জেতে।