হলিউড কাটাল এক আলোচিত বছর। করোনাকালে থমকে থাকা বক্স অফিসকে টেনে তুলেছে স্পাইডার-ম্যান। ডিজনির বিরুদ্ধে স্কারলেট জোহানসনের মামলাকাণ্ড, জেমস বন্ডকে ড্যানিয়েল ক্রেগের বিদায়ী সালামসহ আরও কত কি! এসব পেরিয়ে আগামী রোববার অস্কার আসর বসার মধ্য দিয়ে ইতি টানা হবে এবারের অ্যাওয়ার্ড মৌসুমের। সবার চোখ তাই ঝলমলে ওই রাতের দিকে। এবারের অস্কার কতটা অঘটনঘটনপটীয়সী, তারই খোঁজ নেওয়া হলো খানিকটা।
প্রবীণের হাতে পদক
গত বছরের কথা। অস্কার পুরস্কার ঘোষণার সময় বেঘোর ঘুমে স্যার অ্যান্থনি হপকিনস। বয়সটা বেশি তো, তিরাশির কোটায়। সবচেয়ে বেশি বয়সী অস্কার বিজয়ীর রেকর্ড গড়েছিলেন পুরস্কার জিতে। এবার পালা জুডি ডেঞ্চের। এই অভিনেত্রীর বয়স ৮৭ বছর। রোববার সোনালি মূর্তিটা এই প্রবীণের হাতে গেলে একটা অঘটন ঘটে যাবে। তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী অস্কারজয়ী অভিনয়শিল্পী।
জেন কি পারবেন?
১৯৯৪ সালের কথা। সেরা ছবির দৌড়ে দুজনের ছবিই মনোনীত হয়েছিল। জেন ক্যাম্পিয়নের দ্য পিয়ানো আর স্টিভেন স্পিলবার্গের শিন্ডলারস লিস্ট। সেবার হেরে যান জেন। ২৮ বছর পর সেই বদলা নেওয়ার সুযোগ এল। এবারও সেরা ছবির দৌড়ে জেন ক্যাম্পিয়ন ও স্টিভেন স্পিলবার্গ। একজন দ্য পাওয়ার অব দ্য ডগ নিয়ে আরেকজন ওয়েস্ট সাইড স্টোরি। এবার কি হারাতে পারবেন জেন?
কেট ব্লানচেটকে নিন
কেট ব্লানচেটকে নিন, অস্কার আসরে ঢোকা একেবারে হাতের মুঠোয় থাকবে! ব্লানচেট অভিনয় করেছেন এমন ৯টি ছবি সেরা ছবির দৌড়ে চলে গিয়েছে। এলিজাবেথ, বাবেল, দ্য অ্যাভিয়েটর, দ্য কিউরিয়াস কেজ অব বেঞ্জামিন বাটন এবং লর্ড অব দ্য রিংস সিরিজের তিনটি ছবি। পাশাপাশি এ বছর দুটি ডোন্ট লুক আপ ও নাইটমেয়ার অ্যালে সেরা ছবির লড়াইয়ে আছে। বোঝা গেছে?
চোখ রাখুন ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে
একটা লম্বা শ্বাস নিন। তারপর শুনুন, স্পিলবার্গ এবার অঘটন ঘটিয়ে দিতে পারেন। অস্কারের ইতিহাসে সেরা ছবির পুরস্কার পাওয়া কোনো সিনেমার রিমেক অস্কারে মনোনীতই হয়নি! আর স্পিলবার্গ ওয়েস্ট সাইড স্টোরি নিয়ে সেরা ছবির লড়াইয়ে ইতিমধ্যে পৌঁছে গেছেন। এখন কেবল পুরস্কার জেতার অপেক্ষা। তবেই কেল্লাফতে। মূল ছবি ও রিমেক—দুটিই অস্কার জেতার ঘটনা ঘটবে এবারের আসরে।
পারিবারিক মেলা
সেরা অভিনেতা ও অভিনেত্রীর লড়াইয়ে আছেন স্প্যানিশ দম্পতি হ্যাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজ। আর পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর লড়াইয়েও আছেন আরেক জুটি কার্স্টেন ডানস্ট ও জেসি প্লেমনস। তাঁদের ঘরে আছে দুই সন্তান। ওদিকে কস্টিউম ডিজাইনে মনোনীত হওয়া ছবি সিরানোতেও আছে পারিবারিক বন্ধন। ছবির পরিচালক জো রাইট ও ছবির কেন্দ্রীয় অভিনেত্রী হেইলি বেনেটের ঘরে আছে এক সন্তান। ছবির লেখক এরিকা স্মিটকে বিয়ে করেছেন ছবির অভিনেতা পিটার ডিঙ্কলেজ।