কারা লড়বেন সেরার লড়াইয়ে

৯৪তম অস্কার মনোনয়ন ঘোষণা দেওয়া হলো গতকাল রাতে। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবিটি ১২টি মনোনয়ন পেয়েছে। এই ছবির অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ পেয়েছেন সেরা অভিনেতার মনোনয়ন। এবার সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর লড়াইয়ে আছে নামকরা সব অভিনয়শিল্পী। চলুন ঘুরে আসা যাক সেখান থেকে।

১ / ১০
‘দ্য আইজ অব ট্যামি ফে’ ছবির জন্য জেসিকা চ্যাস্টেইন এবার লড়বেন সেরা অভিনেত্রীর লড়াইয়ে
ইনস্টাগ্রাম
২ / ১০
২০১৯ সালে ‘দ্য ফেভারিট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছিলেন তিনি। ‘দ্য লস্ট ডটার’ সিনেমার জন্য দ্বিতীয় পুরস্কারের অপেক্ষায় অলিভিয়া কোলম্যান।
এএফপি
৩ / ১০
সেরা অভিনেত্রী হিসেবে অস্কার ঘরে তোলেননি। তবে সহ–অভিনেত্রী হিসেবে অস্কার ঘরে তুলেছেন। এবার দেখার পালা সেরা অভিনেত্রী হিসেবে স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ ভাগ্যের শিকা ছিঁড়তে পারেন কি না
এএফপি
৪ / ১০
সেরা অভিনেত্রীর লড়াইয়ে বড় নাম নিকোল কিডম্যান। অস্কারের লড়াইয়ে অভিনেত্রী ও সহ–অভিনেত্রী হিসেবে বেশ কয়েকবারই মনোনয়ন পেয়েছেন। জিতেছেন একবার। এবার দ্বিতীয়বার জেতার পালা। মনোনয়ন পেয়েছেন ‘বিয়িং দ্য রিকার্ডোস’ ছবির জন্য
ইনস্টাগ্রাম
৫ / ১০
প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে অস্কার মনোনয়নে নাম লিখিয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘স্পেনসার’ ছবি দিয়ে প্রথমবারই কি বাজিমাত করতে পারবেন তিনি?
ইনস্টাগ্রাম
৬ / ১০
‘বিয়িং দ্য রিকার্ডোস’ দিয়ে সেরা অভিনেতার মনোনয়ন পেলেন হ্যাভিয়ের বারদেম। এর আগে ২০০৮ সালে ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’ দিয়ে সেরা সহ–অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি
ইনস্টাগ্রাম
৭ / ১০
২০১৪ সালে ‘দ্য ইমিটেশন গেম’-এর জন্য মনোনীত হয়েছিলেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। এবার কি পারবেন ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ দিয়ে অস্কার মূর্তি ঘরে তুলতে?
ইনস্টাগ্রাম
৮ / ১০
অ্যান্ড্রু গারফিল্ড এখনো অস্কার পুরস্কার ঘরে তুলতে পারেননি। ‘টিক টিক...বুম!’ দিয়ে সে সুযোগ কাজে লাগাতে চান তিনি
ইনস্টাগ্রাম
৯ / ১০
নামকরা অভিনেতা তিনি। তবু উইল স্মিথের ঘরের শেলফে নেই সেরা অভিনেতার কোনো অস্কার মূর্তি। ‘কিং রিচার্ড’ দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি
ইনস্টাগ্রাম
১০ / ১০
অস্কার মনোনয়নের তালিকাটা তাঁর বেশ লম্বা। ড্যানজেল ওয়াশিংটন দুবার জিতেছেন এই পুরস্কার। এবার ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’ দিয়ে আবারও অস্কার পুরস্কার ঘরে তুলতে চান এই অভিনেতা
ইনস্টাগ্রাম