কী চেয়েছিলেন আর কী হয়েছে

বিয়েই করতে চাননি জর্জ ক্লুনি। বাচ্চা নেওয়া তো দূরের কথা! অথচ বিয়ে করে এখন দিব্যি সংসারী এই হলিউড অভিনেতা! আর বাচ্চা? একটা নয়, একেবারে জোড়া বাচ্চার বাবা তিনি!

জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি।
ইনস্টাগ্রাম

‘ডব্লিউটিএফ উইথ মার্ক ম্যারোন’ অনুষ্ঠানে নিজের জীবনের এসব গল্প ভাগ করে নিলেন ৬০ বছর বয়সী অভিনেতা, ‘শোনো, আমি বিয়ে করতে চাইনি। বাচ্চাও নিতে চাইনি। দারুণ এই মানুষ (আমাল) একদিন আমার জীবনে এসে পড়ল। আর আমি পাগলের মতো প্রেমে পড়ে গেলাম। তার সঙ্গে দেখা হওয়ার মিনিটখানেক পরই মনে হলো, আমার সবকিছু বদলে যাচ্ছে।’ আমালের সঙ্গে তাঁর বয়সের ব্যবধানও ছিল বিস্তর। তবে প্রেম কবে, কোথায় বয়স মেনে হয়েছে। ফলে যা হওয়ার তা-ই হয়েছে।

বিয়ে তো করলেন। কিন্তু বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা কবে নিলেন? জর্জ বলেন, ‘আমরা বিয়ে করেছি সবে এক বছর। একদিন এক বন্ধুর বাসায় গিয়েছি। তাদের একটা বাচ্চা আছে। প্রচুর দুষ্টুমি করছিল। আমরা বাইরে একটু হাঁটতে বের হলাম। সে বলল, “আমরা অনেক ভাগ্যবান।” বললাম, হ্যাঁ আমরা ভাগ্যবান যে আমরা একে অপরকে পেয়েছি। সে বলল, “মনে হচ্ছে, আমাদের ভাগ্যটাকে আরও কারও সঙ্গে ভাগ করা উচিত।”’

আমাল ক্লুনি ও জর্জ ক্লুনি এক বন্ধুর বাসায় গিয়ে সিন্ধান্ত নিয়েছিলেন তাঁরা বাচ্চা নেবেন।
ইনস্টাগ্রাম

জর্জ জানান, এর কিছুক্ষণের মধ্যেই তাঁরা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জর্জ বলেন, ‘আমি শুধু বললাম, ঠিক আছে, আমি বলতে চাচ্ছি, তুমি যদি চাও...। সে বলল, “আমি মনে করি, আমাদের চেষ্টা করা উচিত।” আমি বলতে চাই, ওই মুহূর্ত আমার জন্য ছিল দারুণ আবেগের।’

চিকিৎসক যখন তাঁদের সন্তানের কথা জানালেন, সেই মুহূর্তের স্মৃতিটাও সবার সঙ্গে ভাগ করে নিলেন জর্জ, ‘জানতাম না, আমাদের যমজ বাচ্চা আসছে। অবস্থাটা ঠিক এমন ছিল, তুমি চিকিৎসকের কাছে গেলে। তারা একটি পেপার আনল, আসলে ওটি ছিল সনোগ্রাম। তারা বলল, “এটা একটা ছেলে বাচ্চা।” আমি বললাম, ছেলে বাচ্চা, দারুণ। তারপর তারা বলল, “আর আরেকটা হলো মেয়ে বাচ্চা।” আমি বললাম, ওহ! তা-ই।’

জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি
ইনস্টাগ্রাম