গতির জগতে ‘ক্যাপ্টেন মারভেল’
চোখ বন্ধ করে হাসছেন ভিন ডিজেল। তাঁর কাঁধে ভর দিয়ে হাসছেন অভিনেত্রী ব্রি লারসনও। ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করেছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা। একজন গতির দানব অন্যজন ক্যাপ্টেন মারভেল। দুজন এক ফ্রেমে! এভাবেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নতুন পর্বের ঘোষণা দিলেন ভিন। গতির জগতে ‘ক্যাপ্টেন মারভেল’! ওই ছবির ক্যাপশনে সে কথাই লিখেছেন তিনি।
‘ইয়ে ইয়ে ইয়ে... দেখতে পাচ্ছো, আমার কাঁধে ভর দিয়ে ভেঙে দিচ্ছে যে পরীটা, তোমরা তো বলবে এটা ক্যাপ্টেন মারভেল। ছবিটায় আছে ভালোবাসা ও অট্টহাসি। তবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন না, সেটা হলো ওই চরিত্রটিকে, যাকে ফাস্ট ১০–এ পরিচয় করিয়ে দেওয়া হবে। ধারণাও করতে পারবেন না যে আমাদের গল্পে তাঁকে কতটা প্রাসঙ্গিক ও সুন্দর দেখাবে। যেটা তাঁর সৌন্দর্য, মেধা ও অস্কারকে ছাড়িয়ে গেছে। সে এমন কিছু দেখাবে, যা কেউ প্রত্যাশাও করেনি। আমাদের পরিবারে তোমাকে স্বাগতম ব্রি।’
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস টেন পরিচালনা করবেন জাস্টিন লিন। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৩ সালের ১৯ মে। এ ছাড়া ছবিতে আরও থাকছেন মিশেল রড্রিগেজ, শার্লিজ থেরন প্রমুখ। আগেই ঘোষণা করা হয়, এই কিস্তিতে যুক্ত হচ্ছেন আরেক সুপারহিরো ‘আকুয়াম্যান’ জ্যাসন মোমোয়া। এবারে জানা গেল ক্যাপ্টেন মারভেল ব্রি লারসনের কথা। তবে ছবিতে থাকছেন না সিরিজের জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। ভিন ডিজেলের সঙ্গে মতের মিল না হওয়ায় সিরিজ থেকে সরে গেছেন তিনি। সিরিজে ফেরার জন্য ভিন অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেছেন দ্য রক।