গ্রেপ্তার 'জোকার'র জোয়াকিন

শুক্রবার জলবায়ু পরিবর্তনের আন্দোলনে গ্রেপ্তার করা হলো ‘জোকার’খ্যাত জোয়াকিন ফিনিক্সকে। ছবি: ফেসবুক
শুক্রবার জলবায়ু পরিবর্তনের আন্দোলনে গ্রেপ্তার করা হলো ‘জোকার’খ্যাত জোয়াকিন ফিনিক্সকে। ছবি: ফেসবুক

‘জলবায়ু বাঁচাও’ আন্দোলনের জন্য ৮২তম জন্মদিনে গ্রেপ্তার হলেন জেন ফন্ডা। আর এবার একই ‘অপরাধে’ গত শুক্রবার গ্রেপ্তার করা হলো ‘জোকার’খ্যাত জোয়াকিন ফিনিক্সকে। সিএনএন ও ফায়ার ড্রিল ফ্রাইডেসের এক প্রতিবেদনে সম্প্রতি সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী এই অভিনেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১৯ সালের আলোড়ন সৃষ্টিকারী হলিউড ছবি ‘জোকার’–এর অভিনেতা জোয়াকিন ফিনিক্স। ছবি: ইনস্টাগ্রাম
২০১৯ সালের আলোড়ন সৃষ্টিকারী হলিউড ছবি ‘জোকার’–এর অভিনেতা জোয়াকিন ফিনিক্স। ছবি: ইনস্টাগ্রাম

সিএনএনকে একজন মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল পুলিশ ১০ জানুয়ারি আন্দোলনরত ১৪৭ জনকে গ্রেপ্তার করে। যদিও তাঁদের কারও নাম প্রকাশিত হয়নি; তবে এই ১৪৭ জনের ভেতর একজন জোয়াকিন ফিনিক্স ও আরেকজন হলিউড তারকা মার্টিন শিন। তাঁদের বিরুদ্ধে শোরগোল, বিশৃঙ্খলা সৃষ্টি ও ‘ঝামেলা করা’র অভিযোগে এই গ্রেপ্তার করা হয়।

জোয়াকিন ফিনিক্স বলেন, ‘আমরা সবাই প্রাণী।’ ছবি: ইনস্টাগ্রাম
জোয়াকিন ফিনিক্স বলেন, ‘আমরা সবাই প্রাণী।’ ছবি: ইনস্টাগ্রাম

২০১৯ সালের আলোড়ন সৃষ্টিকারী হলিউড ছবি ‘জোকার’–এর অভিনেতা জোয়াকিন ফিনিক্স সম্প্রতি যোগ দেন জেন ফন্ডার আয়োজনে এক সভায়। সেই সভায় প্রায় ৩০০ মানুষের উদ্দেশে বক্তব্য দেন ৪৫ বছরের এই অভিনেতা। সেখানেই গত বছরের আলোচিত এই অভিনেতাকে গ্রেপ্তার করে ওয়াশিংটন পুলিশ।

বক্তৃতায় জোয়াকিন ফিনিক্স বলেন, ‘মাংস ও দুগ্ধশিল্প জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের খাদ্যাভ্যাসের সামান্য পরিবর্তন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুখতে পারে ভয়ংকর পরিবর্তন।’ এরপর তিনি প্রশ্ন করেন, ‘বৈশ্বিক উষ্ণতা রোধে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রুখতে আমরা কি এটুকু করতে পারি না?’ 

‘জোকার’রূপে জোয়াকিন ফিনিক্স। ছবি: ইনস্টাগ্রাম
‘জোকার’রূপে জোয়াকিন ফিনিক্স। ছবি: ইনস্টাগ্রাম

হলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও সমাজকর্মী জেন ফন্ডা দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সেই আন্দোলনে শামিল হন জোয়াকিন ফিনিক্স। ১৪তম সপ্তাহে পা রেখেছে ফন্ডার আন্দোলন। ইতিমধ্যে বেশ কয়েকজন হলিউড অভিনেতা অংশ নিয়েছেন এই প্রতিরোধ সভায়। জলবায়ু পরিবর্তনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলনের জন্য জোয়াকিনকে গ্রেপ্তার করায় প্রতিবাদ জানায় ভক্তরা।