ছড়িয়েছিল উৎসব বন্ধ হওয়ার গুজব

অতিমারিতে বন্দী পৃথিবী। একটু একটু করে খুলছে। চলচ্চিত্র উৎসবগুলো বন্দী হয়ে পড়েছিল অনলাইনে। সাহস করে তারাও লালগালিচা বিছিয়েছে। ঝলমলে তারকারা দ্যুতি ছড়াবেন সেখানে। আয়োজন সীমিত হলেও পর্দা তুলেছে কান চলচ্চিত্র উৎসব। তাতে কী! কান সৈকতে চেয়ারে গা এলিয়ে সিনেমা দেখার আনন্দ কি কমেছে? যাঁরা পেরেছেন, এসেছেন। হাজির হয়েছেন চলচ্চিত্রের জমকালো এ আসরে। এখানে এবার বাংলাদেশেরও রয়েছে বড় অংশগ্রহণ। গত দুদিন নানা ঘটনা ঘটছে কানে। তারই কিছু অংশে চোখ বুলিয়ে নেওয়া যাক।

কানে ক্যাথরিন উইনিক, শন পেন ও ডিলান পেন। ছবি: কানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে

লেয়া সেদু করোনায় আক্রান্ত
ফরাসি অভিনেত্রী লেয়া সেদুর চারটি ছবি প্রদর্শিত হবে কানে। এর মধ্যে তিনটি দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ, দ্য স্টোরি অব মাই ওয়াইফ ও ফ্রান্স মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য লড়বে। এ ছাড়া দেখানো হবে ডিসেপশন। আর লেয়া সেদুই কিনা সেখানে হাজির থাকতে পারছেন না।

ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার ছবির এই অভিনেত্রী করোনায় আক্রান্ত। যদিও দুবার টিকা নিয়েছেন তিনি। তবু রক্ষা হয়নি। কানের আসরে আসার আগেই কোভিডের কবলে পড়েছেন তিনি। আপতত প্যারিসে কোয়ারেন্টিনে আছেন তিনি। অভিনেত্রীর ব্যবস্থাপক জানিয়েছেন, চিকিৎসকদের মুখের দিকে তাকিয়ে আছেন তাঁরা।

এদিকে কানে ছড়িয়েছে গুজব—করোনা ছড়িয়ে গেছে সেখানে! উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো সেটা উড়িয়েও দিয়েছেন। ৯ জুলাই তিন হাজার লোকের পরীক্ষা করিয়েও করোনা পাওয়া যায়নি।

বাবা–মেয়ে শন পেন ও ডিলান পেন
মার্কিন অভিনেতা ও নির্মাতা শন পেন ও মেয়ে ডিলান পেন হাজির হয়েছেন কানে। তাঁদের ফ্লাগ ডের উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। এটিও লড়ছে স্বর্ণপামের জন্য। সেই ছবিতেও তাঁরা বাবা–মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। অনেকেই বলছেন, এই ছবিও হতে পারে সেরা। শুধু বাবা–মেয়েই নয়, কানে হাজির হয়েছিল ছবিটির পুরো দল।

হোয়াকিন ফিনিক্সকে চান লিও কারা
অ্যানেট নিয়ে কানে হাজির হয়েছেন ফরাসি নির্মাতা লিও কারা। এটি দিয়ে আসর শুরু হয়েছিল। তবে এখনো সৈকতে হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে লিও কারাকে। পাগলাটে এই নির্মাতা গণমাধ্যমে বললেন, ছবিটির আইডিয়া যখন এল, তখন জোকার–এর হোয়াকিন ফিনিক্সকে নিতে চেয়েছিলেন। লিও বলেন, ‘আমি কোনো অভিনেতার সঙ্গেই চিত্রনাট্য নিয়ে দেখা করি না।’ লিও জানান, ফিনিক্স তাঁর সঙ্গে দেখা করার ব্যাপারে কুণ্ঠিত ছিলেন। পরে তাঁর আলাপ হয় অ্যাডাম ড্রাইভারের সঙ্গে। ছবির প্রযোজক হিসেবেও যুক্ত হন মার্কিন এই অভিনেতা। কানের লালগালিচায় দেখা যায় মার্কিন নির্মাতা অলিভার স্টোন, অভিনেত্রী ক্যাথরিন উইনিককে। সূত্র: বিবিসি, ইন্ডিওয়্যার, ফ্রান্স২৪