default-image

বেচারা আন্তোনিও বান্দারেজ! নিজের ষাটতম জন্মদিনে একটা দুঃখের সংবাদ শোনালেন ভক্তদের। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। সেই খবর তাঁর হাতে এসেছে জন্মদিনেই!

টুইটারে শৈশবের একটি সাদা–কালো ছবি পোস্ট করে ভক্তদের সেই দুঃখের খবর জানিয়েছেন ‘দেসপারাদো’, ‘পেইন অ্যান্ড গ্লোরি’র মতো সব ছবির খ্যাতিমান স্প্যানিশ অভিনেতা আন্তোনিও বান্দারেজ। ১০ আগস্ট তিনি টুইটারে লেখেন, ‘আপনাদের একটা খবর দিতে চাই। ১০ আগস্ট হোম কোয়ারেন্টিনে আমার জন্মদিন উদ্‌যাপন করতে বাধ্য হয়েছি। কারণ, করোনার পরীক্ষায় আমার পজিটিভ ফল এসেছে।’ তিনি আরও লেখেন, ‘আমি আরও বলতে চাই, আমি আসলে সুস্থই আছি। কেবল একটু দুর্বল লাগছে। আমি আশাবাদী, চিকিৎসকের পরামর্শ নিয়ে শিগগির সেরে উঠব।’

ঘরবন্দী হয়েছেন বটে, কিন্তু বরেণ্য এই অভিনেতা নিশ্চয়ই বসে থাকবেন না। ঝলমলে অভিনয়জীবনে অবসর তিনি খুব কমই পেয়েছেন। এবারে করোনা যে অবসর এনে দিল, তা সার্থকভাবে কাজে লাগাবেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এটা আমার কাছে একটা বড় সুযোগ। আইসোলেশনের এই সময়ে পড়ব, লিখব, বিশ্রাম নেব। পরিকল্পনা করেছি, কী করে ৬০তম জন্মদিনকে অর্থবহ করা যায়। সবার জন্য উষ্ণ আদর রইল।’

আন্তোনিও বান্দারেজ ছাড়া আরও অনেক হলিউড তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় সস্ত্রীক আছেন টম হ্যাঙ্কস। অভিনেত্রী অ্যালিসা মিলানো সামাজিক যোগাযোগমাধ্যমে গত সপ্তাহে জানিয়েছেন, তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সূত্র: সিএনএন

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0