তাঁর দিনে আয় এক কোটি টাকার বেশি

তাঁকে বলা হয় পৃথিবীর বিস্ময়, কিংবদন্তি অভিনেতা। তাঁকে নিয়ে বাড়াবাড়ি কম হয় না। কিন্তু তিনি নিজেকে খুবই সাধারণ একজন মানুষ মনে করেন। আজ এই অভিনেতার জন্মদিন। ১৯৫৪ সালের ৭ এপ্রিল তাঁর জন্ম। এই অভিনেতার ভক্তদের কাছে দিনটি বিশেষ।
১ / ১১
নিম্নবিত্ত পরিবারে তাঁর বেড়ে ওঠা। এই দিনগুলো কাটত সিনেমার শুটিং সেটে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমি স্টান্টম্যান হব
ছবি: আইএমডিবি
২ / ১১
একসময় এক পাউন্ড আয় করতে না পারা সেই অভিনেতার এখন দিনে আয় এক কোটি টাকার বেশি। মাসে চার মিলিয়ন ডলার
ছবি: আইএমডিবি
৩ / ১১
তিনি অভিনেতা জ্যাকি চ্যান। ১৮ বছর বয়সে স্টান্টম্যান হিসেবে কাজ শুরু করেন। পারিশ্রমিক ছিল এক পাউন্ডেরও কম। এর আগে অর্থের জন্য শিশু চরিত্রে অভিনয় করতেন
ছবি: আইএমডিবি
৪ / ১১
দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে এখন তাঁর সম্পদের পরিমাণ ৫২০ মিলিয়ন ডলার
ছবি: আইএমডিবি
৫ / ১১
মার্শাল আর্ট ছবির জন্য বিশ্বজুড়ে এখনো জনপ্রিয়
ছবি: আইএমডিবি
৬ / ১১
তিনবার জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। শেষবার তিনি নিজেই গণমাধ্যমে জানিয়েছিলেন, আমি মরিনি
ছবি: আইএমডিবি
৭ / ১১
জ্যাকি চ্যান এতই জনপ্রিয় যে চশমা-টুপি পরে বের হলেও ভক্তরা তাঁকে চিনে ফেলেন। অনেক সময় পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। ভক্তদের ‘জ্যাকি, জ্যাকি’ ডাক তাঁর কাছে সবচেয়ে ভালো লাগে
ছবি: আইএমডিবি
৮ / ১১
অঢেল ধনসম্পদের মালিক হয়েও তাঁর ছেলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইতে হয়েছে। অবৈধ মাদক সেবন ও নিজ বাসায় অন্যদের মাদক সেবনের জায়গা দেওয়ায় ছয় মাস কারাগারে আটক ছিলেন তাঁর ছেলে গায়ক ও অভিনেতা জেসি চ্যান। ছেলের কাণ্ডে তিনি সবার কাছে ক্ষমা চান
ছবি: আইএমডিবি
৯ / ১১
তিনি কখনো আলাদা স্টান্টম্যান ব্যবহার করেন না। তিনবার তাঁর নাক ভেঙেছে, একাধিকবার হাতে, পায়ে ব্যথা পাওয়া মামুলি ব্যাপার
ছবি: আইএমডিবি
১০ / ১১
তাঁর কাছে অনুসরণীয় ব্যক্তিদের মধ্যে রয়েছেন চার্লি চ্যাপলিন, বাস্টার কিটন এবং হ্যারল্ড লয়েড
ছবি: আইএমডিবি
১১ / ১১
রাশ আওয়ার, সাংহাই নুন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ, দ্য কারাতে কিড, দ্য ফরবিডেন কিংডম ইত্যাদি তাঁর অভিনীত আলোচিত চলচ্চিত্র
ছবি: আইএমডিবি