তিন বছর পর...
সঞ্চালক ছাড়াই গত তিন বছর অনুষ্ঠিত হয়েছে অস্কারের জমকালো আয়োজন। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসকে সামনে রেখে এল নতুন ঘোষণা। এবারের আয়োজনে সঞ্চালক ফিরছেন। ঘোষণাটি দিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু অরিজিনাল এবং এবিসি এন্টারটেইনমেন্টের সভাপতি ক্রেগ এরউইচ। তবে এবার সঞ্চালক হিসেবে কে থাকছেন, তা জানানো হয়নি। সঞ্চালক হতে আগ্রহ দেখিয়েছেন ‘স্পাইডারম্যান’খ্যাত তারকা টম হল্যান্ড।
ক্রেগ এরউইচ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘তিন বছর পর অস্কারে সঞ্চালক ফিরছেন। আমরা জানি, অস্কার নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে অন্য রকম উৎসাহ কাজ করে। তাদের আনন্দ বাড়িয়ে দিতে চাই। তবে আমরা এখনই জানাতে চাই না কে হচ্ছেন সঞ্চালক। শিগগিরই এটা জানানো হবে।’
অস্কারের সঞ্চালককে নিয়ে সিনেমাপ্রেমীদের বেশ আগ্রহ থাকে। সঞ্চালকের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে আলোচনা–সমালোচনা তৈরি হয়। ২০১৯ সালে অস্কার কর্তৃপক্ষ কেভিন হার্টকে সঞ্চালনার দায়িত্ব দিয়েছিলেন। পরে কেভিন হার্টকে দায়িত্ব ছেড়ে দিতে হয়। তার কারণ হিসেবে একাডেমি কর্তৃপক্ষ জানায়, কেভিনের বিতর্কিত টুইটের কারণে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। সেটা না করায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৯ সালে উপস্থাপক ছাড়াই চলে এই আয়োজন। তখন দেখা গেছে, সঞ্চালক ছাড়াই অস্কার সম্প্রচারে টেলিভিশন রেটিং আগের বছরের চেয়ে বেশি। সিদ্ধান্ত হয় ২০২০ সালেও কোনো সঞ্চালক থাকবে না। তবে সে বছর আবার তাদের রেটিং কমতে থাকে। করোনার কারণে ২০২১ সালের অস্কার আয়োজন পিছিয়ে যায়। সে বছরও কর্তৃপক্ষ সঞ্চালক রাখেননি। আগের বছরের তুলনায় দর্শক অর্ধেকে নেমে আসে। ‘ভ্যারাইটি’ সাময়িকীর টিভি সমালোচক ড্যান ডিআদারিও এ প্রসঙ্গে বলেন, সঞ্চালক ছাড়া অনুষ্ঠান হারিয়ে যাবে। এটা অভিভাবকহীন অনুষ্ঠান আয়োজনের একটি প্রক্রিয়া। আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী ২৭ মার্চ বসবে অস্কার আসর। ২০১৮ সালে অস্কারে শেষ সঞ্চালক ছিলেন জিমি কিমেল।