বাতিল হওয়া সিনেমা দিয়ে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ভুটান

‘লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ সিনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

ভুটানের কাছ থেকে টানা ২০ বছর ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় সিনেমা আহ্বান করেও পায়নি একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) কর্তৃপক্ষ। বছরের পর বছর হতাশ করলেও ২০২০ সালে ২১ বছরের বিরতি দিয়ে ভুটান দ্বিতীয়বারের মতো অস্কারে জমা দেয় ‘লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। দুঃখের বিষয়, কিছু শর্ত পূরণ না করায় সিনেমাটিকে ‘অযোগ্য’ ঘোষণা করে অস্কার কর্তৃপক্ষ। সেই সিনেমাই আবার নিয়ম মেনে ২০২১ সালে অস্কারে জমা দেওয়া হয়। ভুটানের সেই সিনেমাই এবার গড়ল আরেক ইতিহাস। প্রথমবারের মতো অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল ভুটান। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা পয়ো চোয়িং দরজি। এর আগে ১৯৯৯ সালে অস্কারে ভুটান থেকে ‘দ্য কাপ’ সিনেমাটি পাঠানো হলেও, মনোনয়ন পায়নি।

সিনেমাটির একটি দৃশ্যে ইয়েইয়েন
ছবি: সংগৃহীত

দাদির সঙ্গে ভুটানের রাজধানী থিম্পুতে থাকে তরুণ ইয়েইয়েন। তার ইচ্ছা গান করার। এ জন্য শিগগির অস্ট্রেলিয়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু ভাগ্যক্রমে তাকে শিক্ষকতার পেশায় ঢুকে পড়তে হয়। তার পোস্টিং হয় ভুটানের প্রত্যন্ত অঞ্চল লুনানায়। হিমালয়ের পাশে পাহাড়, পর্বত পেরিয়ে সেই বিদ্যালয়। নাগরিক সুযোগ-সুবিধার বাইরে কঠিন এক সংগ্রামের মুখোমুখি হয় ইয়েইয়েন। যেখান থেকে পিছিয়ে আসার কোনো পথ থাকে না। এমন গল্প পর্দায় তুলে ধরেছেন নির্মাতা। এর আগে সহকারী পরিচালক ও প্রযোজক, হিসেবে কাজ করলেও, এটি তাঁর প্রথম পরিচালনা।

‘লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ সিনেমার পরিচালক ও এক অভিনেত্রী
ছবি: সংগৃহীত

শুধু ভুটানই নয়, এবার প্রথমবারের মতো অস্কার শর্টলিস্টে জায়গা করে নিয়েছে কসোভোর সিনেমা ‘হাইভ’। এ ছাড়া পানামার ছবি ‘প্লাজা ক্যাটেড্রাল’ শর্টলিস্টে রয়েছে। ‘হাইভ’ সিনেমায় তুলে ধরা হয়েছে কসোভোর এক নারীর সংগ্রাম। যার স্বামী নিখোঁজ। স্বামীকে খুঁজতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হন তিনি। একসময় বেঁচে থাকতে এলাকায় মধু দিয়ে বিশেষ একধরনের হাতে বানানো খাবার বিক্রি শুরু করেন। ‘প্লাজা ক্যাটেড্রাল’ সিনেমায় তুলে ধরা হয়েছে এক মায়ের সংগ্রাম। যার ৬ বছরের সন্তান মারা যায়।

‘লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ সিনেমার একটি দৃশ্যে শিশু অভিনয়শিল্পী
ছবি: সংগৃহীত

এই বছর অস্কারের জমা পড়ে ৯৩টি সিনেমা। তার মধ্যে ৯ ডিসেম্বর জর্ডান তাদের সিনেমাটি উঠিয়ে নেয়। ৯২টি সিনেমার মধ্যে বিচারকদের ভোটের মাধ্যমে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে ১৫টি দেশের সিনেমা। এর মধ্যে ৫টি সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগিতার মনোনয়ন পাবে। মনোনয়ন পাওয়া ৫টি সিনেমার তালিকা জানা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। এ বছর বাংলাদেশ থেকে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা’ ৯৪তম অস্কারের জমা দেওয়া হয়েছিল। সিনেমাটি শর্টলিস্টে জায়গা পায়নি। আগামী বছর ২৭ মার্চ ঘোষণা করা হবে অস্কারজয়ীদের নাম।